Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালাহদের ছেড়ে তুরস্কে ড্যানিয়েল স্টারিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১১:৪৫ এএম

গত মৌসুমে মোহাম্মদ সালাহ-ভার্জিল ফন ডাইকদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের শিরোপা উৎসব করেছেন ড্যানিয়েল স্টারিজ। কিন্তু ২০১৯-২০ মৌসুমে অ্যানফিল্ডে দেখা যাবে না ইংলিশ স্ট্রাইকারকে। তুরস্কের শীর্ষ লিগের ক্লাব ত্রাবজোন্সপোরের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন সাবেক লিভারপুল তারকা।

ছয় বছর অ্যানফিল্ডে কাটিয়েছেন ২৯ বছর বয়সী স্টারিজ। অল রেডসদের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬০ ম্যাচে ৬৭ গোল করেছেন তিনি। সাবেক ইংলিশ ফরোয়ার্ড তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন ম্যানচেস্টার সিটির হয়ে। ২০০৬-০৯ মৌসুম ইতিহাদে কাটানোর পর তিনি যোগ দেন চেলসিতে।

ছয়বারের টার্কিশ চ্যাম্পিয়ন ত্রাবজোন্সপোর লিগে তাদের গত মৌসুম শেষ করেছে চতুর্থ হয়ে। ইউরোপা লিগের গ্রুপ পর্বে যাওয়ার জন্য ক্লাবটি বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে প্লে-অফ রাউন্ডে মুখোমুখি হবে গ্রীসের ক্লাব এইকে অ্যাথেন্সের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ