বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালে পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বেকসুর খালাস পেলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪২ জন নেতাকর্মী। বরিশালের জেলা জজ মো. রফিকুল ইসলাম মামলা খারিজ করে অভিযুক্ত সকল আসামিকে অব্যাহতির আদেশ দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।
খালাস পাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক নেতা আসাদুজ্জামান খসরু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও সিটি কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জেএম আমিনুল ইসলাম লিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদল নেতা এসএম তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদী, মানিক মেম্বার, যুবদল নেতা মামুন রেজা, আরিফুল ইসলাম জনি, রবিউল আউয়াল শাহীন, মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি প্রমুখ।
অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব জানান, ২০১৪ সালের ১৭ অক্টোবর নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের বাঁধা উপেক্ষা করে কর্মসূচি পালন করায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেছিল। নেতাকর্মীরা ওই মামলায় হাইকোর্টের জামিনে ছিলেন। গতকাল জেলা জজ মামলাটি খারিজ করে দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।