Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেএমবির চার সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

রাজধানীর বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা থেকে জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গ্রেফতাররা হলো- রফিকুল ইসলাম ওরফে ইউসুফ (২৮), আলমগীর হোসেন (৩০), মহিদুল ইসলাম ওরফে সাইফুল্লাহ (২২) ও হারুন-অর-রশিদ (২৮)। গত মঙ্গলবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সারওয়ার-বিন-কাশেম বলেন, নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে একত্রিত হয়েছে এমন তথ্যের ভিত্তিতে আভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭টি বই, ১টি ম্যাগাজিন, ১টি নোটবুক, ২টি ল্যাপটপ, ১টি কি বোর্ড, ৭টি মোবাইল ফোন, ১৫টি সিমকার্ড এবং নগদ ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএমবি

১৭ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ