মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার পর প্রথমবারের মতো কাশ্মীরে জঙ্গি হামলার শিকার হলো ভারতীয় পুলিশ। কয়েক সপ্তাহ অবরুদ্ধ অবস্থার পর বুধবার উত্তর কাশ্মীরের বারামুল্লাতে বন্দুকযুদ্ধ হয়, যাতে একজন জঙ্গি এবং একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দিল্লীর ৩৭০ অনুচ্ছেদ বাতিলে কাশ্মীরজুড়ে কারফিউ জারি করে রাখে মোদি সরকার, কয়েক লাখ সেনায় অবরুদ্ধ অঞ্চলটির কর্তৃপক্ষ প্রথমবারের মতো এমন জঙ্গি হামলার প্রতিবেদন জানায়।
কাশ্মীর জোন পুলিশ টুইটারে জানিয়েছে, 'একজন সন্ত্রাসী নিহত। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে এবং এক পুলিশ অফিসার নিহত এবং দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
নিহত জঙ্গিকে লস্কর-ই-তৈয়বার (এলইটি) সঙ্গে সম্পৃক্ত স্থানীয় বাসিন্দা হিসাবে চিহ্নিত করা হয়েছে বলে পরবর্তীর এক টুইটে জানায় কাশ্মীর জোন পুলিশ। জাতিসংঘের তালিকাভুক্ত পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন এলইটি। দিল্লী ও ওয়াশিংটনের সংগঠনটির বিরুদ্ধে ২০০৮ সালে মুম্বাই হামলার মূল পরিকল্পনার অভিযোগ তুলেছিল, যে হামলায় ১৬৬ জন নিহত হয়েছিল।
ভারতীয় সুরক্ষা বাহিনী এবং ভারতীয় শাসনের বিরোধিতাকারী জঙ্গিদের মধ্যে সংঘর্ষ একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এসব সংঘর্ষে কাশ্মীরে বিগত ৩০ বছরে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, যার বেশিরভাগই বেসামরিক। যা নয়াদিল্লির প্রতি জনগণের বিরক্তি বাড়িয়ে তুলেছে।
ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটির নাগরিকদের বিশেষ অধিকার কেড়ে নেয়া ৫ আগস্টের ঘোষণাকে ঘিরে শুরু থেকেই উদ্বিগ্ন মোদীর বিজেপি সরকার। জনগণের ক্রোধ রোধ করতে, মানুষের চলাচল সীমাবদ্ধ রাখতে এবং ল্যান্ডলাইন, মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রেখে কঠোরভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ৭০ হাজারের বেশি অতিরিক্ত সেনা আধা-সেনা মোতায়েন করে কাশ্মীরে।
সম্প্রতি ল্যান্ডলাইনগুলো চালু করেছে কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান খুললেও সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। কাশ্মীরের উত্তাপ বিশ্বে এর নৈস্বর্গিক বৈশিষ্ট্যকে ছাপিয়ে এক নেতিবাচক অঞ্চল হিসেবে খ্যাত করেছে, যে অঞ্চল ঘিরে প্রতিবেশি পারমাণবিক শক্তিধর দেশ সর্বদা যুদ্ধ পরিস্থিত তৈরিতে ব্যস্ত। সেখানে ভারতের এমন পদক্ষেপ যে এমন হামলার ঘটনাকে ত্বরান্বিত করবে, তা অনুমিত। সূত্র: আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।