মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার মাসউদ খান বলেছেন, ‘ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে অধিকৃত কাম্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর সেখানে ‘সম্পূর্ণ গণহত্যা’ চলছে। মঙ্গলবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাসউদ খান বলেন, ‘লোকদের তুলে নিয়ে হত্যা করে গণকবর দেয়া হচ্ছে। মহিলাদের লাঞ্ছিত করা হচ্ছে; প্রায় ৬ হাজার মানুষকে তুলে কারাগারে আটকে রাখা হয়েছে এবং কোন কারণ দেখানো ছাড়াই তাদের দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘এগুলি সবই যে কোনও অঞ্চলে গণহত্যার মূল সূচক, এবং মিডিয়া বন্ধ থাকার কারণে এসব অপরাধের খবর উপত্যকার বাইরে আসছে না।’
নিরপেক্ষ সংবাদ প্রকাশের জন্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সেখানে ভারতীয় নৃশংসতার তীব্রতা আন্তর্জাতিক গণমাধ্যমে কিছুটা প্রকাশ পেয়েছে। কাশ্মিরের জনগণের দুর্দশার কথাই তারা তুলে ধরেছে।’ তিনি বলেন, ‘৫০ বছরের বেশি সময় পরে কাশ্মীরের বিষয়ে জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের (ইউএনএসসি) বৈঠকও একটি ইতিবাচক পদক্ষেপ। তবে, কাশ্মীরের পক্ষে লড়াইয়ের ক্ষেত্রে এটি চূড়ান্ত পদক্ষেপ নয়; বরং এটি প্রথম পদক্ষেপ এবং আমাদের কাশ্মীরি ভাইদের জন্য আমাদের দীর্ঘ পথ যেতে হবে।’ সূত্র: ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।