Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরের ভারতভুক্তি ইসলামের বিরুদ্ধে হিন্দুদের বিজয়

উপমহাদেশে প্রতিষ্ঠিত হবে হিন্দু শক্তি-স্বর্গ

কপিল কমিরেদ্দি, ওয়াশিংটন পোস্ট | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

গত দুই সপ্তাহ ধরে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মীর অস্তিত্বহীনতার এক পরাবাস্তব পর্যায়ে অবস্থান করছে। প্রেসিডেন্টের এক ডিক্রিতে রাজ্যটি বিলুপ্ত হয়েছে। বাতিল হয়েছে স্বায়ত্তশাসন। রাজ্যটিকে দু’টুকরো করা হয়েছে। ইন্টারনেট বন্ধ, মোবাইল নেটওয়ার্ক অকেজো করে সীমান্ত পারাপারও বন্ধ হয়ে গেছে।
কাশ্মীরে জনসমাবেশ নিষিদ্ধ করে কারফিউ জারি রয়েছে। কিছু কিছু গ্রামে প্রতিটি বাড়ির সামনে একজন করে সৈন্য অবস্থান করছে। এভাবে রাজ্যের ৮০ লাখ মানুষকে বিশ্ব এবং পরস্পরের নিকট থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। রাজ্যের ফার্মেসীগুলোতে ওষুধ নেই। ঘরে খাবার নেই। হাসপাতালগুলো আহত রোগীতে পূর্ণ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়ে বলছেন, এ সবই কাশ্মীরীদের কল্যাণের জন্য করা হচ্ছে। কাশ্মীরের উপর ভারতের নিয়ন্ত্রণ বরাবরই জোরালো ছিল আর কাশ্মীরীদের উপর ছিল কঠোর নজরদারি।
কাশ্মীরকে গ্রাস করার আকস্মিক পদক্ষেপ হচ্ছে ভারতকে এক জাতি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। মোদির স্বপ্নের কাছে একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যটিকে আত্মসমর্পণ করানোর মাধ্যমে সুদীর্ঘদিনের মতাদর্শগত অভিসন্ধি পূরণ। একই সাথে তা হচ্ছে বাকি ভারতকে এ কথা জানিয়ে দেয়া যে উপমহাদেশে তিনি যে হিন্দু শক্তি-স্বর্গ প্রতিষ্ঠা করতে চান যে তা থেকে বিভিন্ন রাজ্যের এ ইউনিয়নের কাউকেই ছাড় দেয়া হবে না। কোনো রাজ্য যদি এ স্বপ্ন থেকে দূরে সরে যেতে চায় তবে তাকে ‘ঐক্যে’র নামে দিল্লির মুঠোর মধ্যে পুরে ফেলা হবে।

যারা মনে করেন যে ভারতে এ রকম দিন কখনো আসবে না। কারণ ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ এবং সংখ্যালঘু সুরক্ষা তাদের শক্তি হিসেবে রয়েছে। তারা এ কথাও কখনো ভাবেননি যে মোদির মত একজন লোক দেশের নেতৃত্ব দেবেন। ধারণা করা যায় যে মোদি একদিন এক ধর্মান্ধ প্রত্মবস্তু হিসেবে ইতিহাসের অন্ধকারে বিলীন হবেন।

গুজরাটের নবনিযুক্ত মুখ্যমন্ত্রীর মত একদিন মোদি ২০০২ সালে গুজরাটে কয়েক সপ্তাহ ধরে সংঘটিত ভারতের অন্যতম ভয়াবহ রক্তক্ষয়ী দাঙ্গায় সভাপতিত্ব করেন। যখন একেবারে রক্ষণশীল হিসেবেও তলোয়ারধারী হিন্দুরা কমপক্ষে এক হাজার মুসলমানকে জবাই করে (অন্যান্য সূত্রে দাঙ্গায় নিহতের সংখ্যা দুই হাজারেরও বেশি বলা হয়েছে)।
কারো কারো অভিযোগ, যে মোদি হিন্দু খুনি জনতার পৃষ্ঠপোষকতা করেন। অন্যরা বলেন তিনি তাদের তৎপরতার ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছিলেন। উদারপন্থী হিন্দুরা তাকে হিটলারের সাথে তুলনা করেন। এ ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সে দেশ সফরের ভিসা দিতে অস্বীকৃতি জানায়। ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নও তাকে বর্জন করে।

কিন্তু মোদি ভারতের ধর্মীয় সংখ্যাগুরু হিন্দুদের মধ্যে প্রভাব বিস্তার ও তার অবস্থান সংহত করতে সক্ষম হন। এ হিন্দুদেরকে তারা শত শত বছর ধরে মুসলিম আগ্রাসনের শিকার হয়েছে বলে দশকের পর দশক ধরে বলা হচ্ছিল। মোদি তার উপরে ওঠার পথ হিসেবে তিনটি শক্তিশালী অস্ত্র ব্যবহার করলেন।

প্রথমটি হচ্ছে ধর্ষকাম (স্যাডিজম), যার ইঙ্গিত হচ্ছে তার অধীনে হিন্দু উগ্রপন্থীরা রক্তপাত ঘটাতে নিয়োজিত হতে পারে। উদাহরণ স্বরূপ, ২০০৭ সালে পুলিশ হেফাজতে এক মুসলিমকে হত্যার পর মোদি এক সমাবেশে তার পক্ষে সাফাই গাইলেন। বললেন, যে কোনো ব্যক্তির বাড়িতে যদি একে-৫৭ রাইফেল পাওয়া যায় তাহলে আমি তাকে হত্যা করব না? (জনতা গর্জে উঠে জবাব দেয়, হত্যা করুন, হত্যা করুন)।
দ্বিতীয়টি হচ্ছে মুসলমানদের দুর্দশার মধ্যে নিক্ষেপ অর্থাৎ প্রতিরোধহীন মুসলিমদের নির্যাতন, নিপীড়ন করে উল্লাস বোধ করা। আরো আগে ২০০২ সালের এক সমাবেশে গুজরাটের সাম্প্রতিক দাঙ্গায় গৃহহীন মুসলমানদের দুর্ভাগ্যের কথা স্মরণ করে মোদি বলেন, আমাদের কি করা উচিত? তাদের জন্য ত্রাণ শিবির চালাব? আমরা কি মুসলিম শিশু জন্মদান কেন্দ্র খুলতে চাই? এ কথা শুনে তার শ্রোতারা হাসিতে ফেটে পড়ে। মোদি তখন বলেন, যারা বিপজ্জনক হারে জনসংখ্যা বৃদ্ধি করছে তাদেরকে আমাদের শিক্ষা দিতে হবে।

তৃতীয় ও শেষ হল আত্মকরুণা যা হচ্ছে হিন্দুদের নিজেদের নিগ্রহের শিকার বলে উপলব্ধি করা। মোদি লোকসভায় বলেন যে ভারত এক হাজার বছরেরও বেশি দাসত্বের অধীনে ছিল। তিনি দাবি করেন, তাকে হত্যার জন্য শত্রুরা ঘুরছে।
২০১৪ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই ধর্মান্ধতা বিজেপি নেতাদের আত্মকথনের এক জোরালো স্বাস্থ্যকর প্রকরণ হয়ে উঠেছে। (দুই পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব ছাপা হলো। কাল শেষ পর্ব)



 

Show all comments
  • Ahmed Ahmed ২০ আগস্ট, ২০১৯, ১:২৩ এএম says : 1
    চা ওয়ালা আমাদেরকে বাঁচতে দিবে না আমরা এখনও বিয়ে শাদী করি নাই..., মনে হয় তো আর কিছুদিনের মধ্যে বিশ্ব নবীর বানী গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে...
    Total Reply(0) Reply
  • Alauddin Al Faruki ২০ আগস্ট, ২০১৯, ১:২৩ এএম says : 1
    চা বিক্রেতার থেকে মানবতা প্রত্যাসা করা বুকামি
    Total Reply(0) Reply
  • Abdul Quddus ২০ আগস্ট, ২০১৯, ১:২৪ এএম says : 1
    মুদিজি!মুসলমানের ইতিহাস তোমার জানা নেই।একটু জানার চেষ্টা করো।তুমি নমরূদের তুলনায় পিপড়ার চেয়ে ও চোট? যে নমরূদ নিজকে অনেক বড় মনে করতো। এমনকি নিজকে খোদাই দাবি করতো? সেই নমরুদ জুতার বাড়ি খাইতে খাইতে মরতে হইছে? কাজেই তোমার পরিনতি কি হয় একটু অপেক্ষা করো.........? ও আমার আল্লাহ আপনি এক মাত্র হক বিচারের মালিক।
    Total Reply(0) Reply
  • Bithi Khan ২০ আগস্ট, ২০১৯, ১:২৪ এএম says : 1
    চাচা মিয়া তুমি স্বপ্ন দেখ।তবে জেগে জেগে স্বপ্ন না দেখে ঘুমিয়ে স্বপ্ন দেখ।কারন চাচা মিয়া তোমার স্বপ্ন আজীবন স্বপ্নই রয়ে যাবে।
    Total Reply(0) Reply
  • Arif Ali Khan ২০ আগস্ট, ২০১৯, ১:২৫ এএম says : 0
    আমরা মুসলিমরাই নিজে থেকে ঠিক নাই তাই অন্য জাতি চান্স নিতেই পারে, সুন্নি,শিয়া,মাজহাবি ইত্যাদি ইত্যাদি নিয়ে পড়ে আছি। যুক্তিতর্ক লেগেই আছে আর এইসব দেখে বাকি জাতগুলো সদ্ব্যবহার করতেছে। নিজেদের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে নেই কোন মিল একজন সামনে আসলে অন্যজন পিছোনে যায়।
    Total Reply(0) Reply
  • Md. Jamil H Rana ২০ আগস্ট, ২০১৯, ১:২৫ এএম says : 0
    কথা কিন্তু সত্য, মেরুদন্ডহীন মুসলিম রাষ্ট্র হলে একজন চায়ের দোকানদারও বুক ফুলিয়ে একথা বলতেই পারে।
    Total Reply(0) Reply
  • Mamun Ahmed Ullah ২০ আগস্ট, ২০১৯, ১:২৫ এএম says : 1
    যুদ্ধ শুরুর আগেই 10 বিমান ধ্বংস সে আসলে নিজেই জানে না ভবিষ্যতে কি হবে! বেশি জাল দিলে দুধ‌ও পাতিলের মধ্যে থাকে না।
    Total Reply(0) Reply
  • Abraham Bangol ২০ আগস্ট, ২০১৯, ১:২৬ এএম says : 1
    প‌শ্মিম ব‌ঙ্গ‌ে ৩ কো‌টি বাঙ্গালী মুসলমান আমরা ১৫ কো‌টি বাংলা‌দেশী মুসলমান য‌দি এক থে‌কে ঈমান আকিদা ঠিক রাখ‌তে পা‌রি অন্তত আমরা বাংলা ভাষা‌ ভাষী‌দের অঞ্চ‌লে ঈসরাইলী প্রভাব মা‌ঠে মারা যা‌বে । মস‌কিল হ‌লো আমা‌দের‌কে ব্যা‌ঙ্গের মত পাল্লায় তু‌লে ওজন করা যায় না । অনে‌কে আছেন যারা নাম‌টি মাত্র মুসলমান কা‌মে তারা মুনা‌ফেক । য‌দি হিন্দু‌দের কা‌ছে মুসলমানরা মার খায় তাহ‌লে মো‌দি ঈজরাই‌লের কার‌নে নয় , মার খা‌বে শুধু মুনা‌ফেক‌দের কার‌নে ।
    Total Reply(0) Reply
  • HaiDer AbbAs ২০ আগস্ট, ২০১৯, ১:২৭ এএম says : 1
    এখনো কিছুই শুরু হয়নি অপেক্ষা কর। একদিন নিজেরা টেরপাবি হাই কি করলাম হাই কি করলাম। সুখে তাকতে ভুতে খিলাই ।
    Total Reply(0) Reply
  • HaiDer AbbAs ২০ আগস্ট, ২০১৯, ১:২৭ এএম says : 1
    এখনো কিছুই শুরু হয়নি অপেক্ষা কর। একদিন নিজেরা টেরপাবি হাই কি করলাম হাই কি করলাম। সুখে তাকতে ভুতে খিলাই ।
    Total Reply(0) Reply
  • HaiDer AbbAs ২০ আগস্ট, ২০১৯, ১:২৭ এএম says : 1
    এখনো কিছুই শুরু হয়নি অপেক্ষা কর। একদিন নিজেরা টেরপাবি হাই কি করলাম হাই কি করলাম। সুখে তাকতে ভুতে খিলাই ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ