মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিরোধীদের সহিংস বিক্ষোভের পর হংকংয়ে এবার সরকারের পক্ষে রাস্তায় নেমেছে কয়েক লাখ মানুষ। তারা সরকার এবং পুলিশকে সমর্থন দেওয়ার পাশাপাশি বিরোধীদের সহিংসতার সমালোচনা করেন। সরকারের সমর্থনে স্থানীয় একটি পার্কে অনুষ্ঠিত র্যালিতে পাঁচ লাখের বেশি মানুষ অংশ নেয়। হংকংয়ের অর্থনীতির স্বার্থে তারা অবিলম্বে সহিংসতা বন্ধ করতে বিরোধীদের প্রতি আহŸান জানায়। বিতর্কিত প্রত্যর্পণ বিল পুরোপুরি বাতিলসহ বিভিন্ন দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে চীনের বিশেষায়িত ওই অঞ্চলটিতে সহিংস বিক্ষোভ করে আসছে বিরোধীরা। এর আগে চীনের রক্তচক্ষু উপেক্ষা করে এবার সর্ববৃহৎ শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেছে হংকংয়ের সরকারবিরোধী আন্দোলনকারীরা। ১০ সপ্তাহ ধরে চলা বিক্ষোভে বহুবার পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একপর্যায়ে হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরটিও বন্ধ হয়ে যায়। তবে এ সপ্তাহের বিক্ষোভ সমাবেশটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়। স¤প্রতি হংকংয়ের পার্শ্ববর্তী সেনঝেন প্রদেশে বিপুল সাজোয়া যান ভিড়িয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়িয়েছে চীন। বিক্ষোভের নেতৃত্বে থাকা ‘সিভিল হিউম্যান রাইটস ফ্রন্ট’ হংকংয়ের রাস্তায় বিক্ষোভ করতে চাইলে তাদের অনুমতি দেওয়া হয়নি। শেষমেশ তারা হংকংয়ের ভিক্টোরিয়া পার্কে জড়ো হয় এবং পরে রাজপথের দিকে এগিয়ে যায়। যেকোনো সন্দেহভাজন অপরাধীকে চীন সরকারের হাতে তুলে দেওয়ার একটি প্রত্যর্পণ বিল নিয়ে গত এপ্রিলে হংকংয়ে বিক্ষোভ শুরু হয়। এ বিল বাস্তবায়ন হলে হঙ্কংয়ের আইনি স্বাধীনতায় চীন হস্তক্ষেপ করার সুযোগ পাবে এবং যেকোনো সরকারবিরোধী কর্মকাÐ দমনের হাতিয়ার হিসেবে এটাকে ব্যবহার করা হবে বলে সমালোচকরা আশঙ্কা প্রকাশ করেন। এরপর থেকেই হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভ আরো বেগবান হয়। একপর্যায়ে বিতর্কিত প্রত্যর্পণ বিলটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে হংকং প্রশাসন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।