Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সান্তাহারে রেললাইনের পার্শ্বে থেকে ১ ব্যক্তির লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৯, ২:৪৯ পিএম

বগুড়ার সান্তাহার শহরের সুজিত গেট এলাকায় রেললাইনের পার্শ্বে থেকে সোমবার দুপুরে কায়সার আলী (৫৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বগুড়ার রেলওয়ে ফাঁড়ির পুলিশ। সে আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের মৃত ইলিম উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানাযায়, সোমবার সকালে স্থানীয়রা সান্তাহার বোনার পাড়া,রেলপথের সুজিত রেলগেটের পূর্ব পার্শ্বে রেললাইনের ধারে তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। নিহতের পরিবারের পক্ষথেকে বলা হয় সে বগুড়ার আদালতে মামলার হাজিরা দিতে রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। তার পরিবার ও এলাকাবাসির ধারনা তাকে হত্যা উলে­খিত স্থানে ফেলে রাখা হয়। এরির্পোট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। তবে তার পরিবারের পক্ষথেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ