Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইটনায় ভূমি অফিসের পিয়নকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ২:৩২ পিএম

কিশোরগঞ্জ হাওরের ইটনা উপজেলায় মেরাজ মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

গতকাল শুক্রবার সন্ধ্যার পর উপজেলার এলংজুরী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মেরাজ মিয়া উপজেলার এলংজুরী ইউনিয়নের এলংজুরী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এবং ভূমি অফিসের অফিস সহায়ক (পিয়ন) পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে পুলিশের উপস্থিতিতে এলংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. গোলাপ মিয়ার পক্ষের লোকজন ও স্থানীয় মেম্বার শরাফত মিয়ার পক্ষের লোকজন ফুটবল খেলার ঝগড়ার বিষয় নিয়ে সমঝোতা বৈঠকে বসেন।

পরে সন্ধ্যার দিকে বাজারে একটি দোকান থেকে মালামাল কিনতে যান মেরাজ মিয়া। এসময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মেরাজ মিয়াকে গুরুতর জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ