রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টেকনাফ সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে গভীর সমুদ্রে ভেসে যাওয়া টেকনাফ বায়তুশ শরফ মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ আলী’র লাশ উদ্ধার করা হয়েছে। টেকনাফ সমুদ্র সৈকতের লম্বরী ঘাট পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে তার লাশ।
বৃহস্পতিবার ১৫ আগস্ট সকাল ৭’৩৫ মিনিটে মোহাম্মদ আলীর লাশটি উদ্ধার করা হয়। টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, লাশ টেকনাফ মডেল থানা পুলিশের মাধ্যমে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ বায়তুশ শরফ মাদরাসা ছাত্র মোহাম্মদ আলী (১৪) টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডেইল পাড়া এলাকার রমিজ আহমদের ছেলে। বুধবার ১৪ আগস্ট বিকেল ৪ টার দিকে টেকনাফ বীচের মহেশখালীয়া পাড়া পয়েন্টে এঘটনা ঘটে।
উল্লেখ্য , গত ১০ আগস্ট কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রুয়েটের মেধাবী ছাত্র আরিফুল ইসলাম ও উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনেচ্ছু রফিকুল ইসলামের মত কৃতি ছাত্রদ্বয় প্রাণ হারায়। এ নিয়ে গত ৫ দিনে কক্সবাজার ও টেকনাফ বীচে গভীর সমুদ্রে ভেসে গিয়ে ৩ জন ছাত্র মর্মান্তিকভাবে প্রাণ হারালো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।