Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

৭০ বছরের বকেয়া কাজ ৭০ দিনে করা হয়েছে : মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৯, ১২:২৬ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমার সরকার সিদ্ধান্ত নিতে দেরি করি না। আমরা সমস্যা ফেলে রাখি না। গত ৭০ বছর ধরে যে কাজ বকেয়া পড়ে রয়েছে, তা সরকারের ৭০ দিনের মধ্যে করা হয়েছে।

বৃহস্পতিবার ঐতিহাসিক লাল কেল্লায় ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবসের ভাষণে এ কথা বলেন তিনি। এসময় তিনি এক দেশ ও এক সংবিধান বাস্তব হওয়ায় গর্ব প্রকাশ করেন।

৩৭০ অনুচ্ছেদ রদের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের বিষয়ে মোদি বলেন, যারা এ অনুচ্ছেদের পক্ষে কথা বলেন তাদের জিজ্ঞেস করছি এটি যদি এতই গুরুত্বপূর্ণ ও ভাগ্য নির্ধারণের ক্ষমতা রাখত- তাহলে ৭০ বছরেও কেন আপনারা এটিকে স্থায়িত্ব দেননি। আপনারাও জানেন যা ঘটেছিল তা ঠিক হয়নি কিন্তু সেটি সংশোধনের মতো সাহস বা ইচ্ছা আপনাদের ছিল না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ