Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাদাখের কাছে পাক বিমান বাহিনীর বিরাট উপস্থিতি!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৯, ৭:৩৪ পিএম

মোদী সরকার ভারতীয় সংবিধানের আর্টিকল ৩৭০ ধারা বাতিল করার পর থেকেই ভারত-পাকিস্তানের ভিতর ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে। জম্মু-কাশ্মীরের বিশেষ ক্ষমতা খর্ব করার পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যেন আরও খারাপ হচ্ছে। দুই দেশের মধ্যেই চলছে চাপা উত্তেজনা। সূত্রের খবর, সম্প্রতি পাকিস্তানি বিমান বাহিনী তাঁদের লাদাখের কাছে অবস্থিত ঘাঁটিতে যুদ্ধের সরঞ্জাম নিয়ে যাওয়া শুরু করেছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, 'পাকিস্তান বিমান বাহিনীর তিনটি সি-১৩০ পরিবহণ বিমান শনিবার স্কার্দু এয়ারবেসে যুদ্ধের সরঞ্জাম ও অস্ত্র নিয়ে যাওয়া শুরু করেছে। এটি অবস্থিত লাদাখের খুবই কাছে। সীমান্ত এলাকায় পাকিস্তানের পদক্ষেপ নিয়েও কড়া নজর রাখতে ভারতীয় এজেন্সিগুলি।'

বহু বছর আগে আমেরিকার কাছ থেকেই সি-১৩০ পরিবহণ বিমান কিনেছিল পাকিস্তান। সূত্রের খবর, এই সরঞ্জামগুলি এয়ারক্রাফ্ট অপারেশনের কাজে ব্যবহার করা হবে।

ভারতের সঙ্গে পাকিস্তানি সেনার বিভিন্ন অপারেশন চালানোর জন্য সীমান্ত এলাকার এয়ারবেস স্কার্দুকেই ব্যবহার করে ইসলামাবাদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ