মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ডে কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডে ৫ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।
শনিবার স্থানীয় সময় গভীর রাতে এরি শহরের হ্যারিস ফ্যামিলি ডে কেয়ারে এ অগ্নিকাণ্ডে এক নারীও গুরুতর আহত হয়েছেন।
নিহতদের বয়স ৮ মাস থেকে ৭ বছরের মধ্যে বলে জানিয়েছেন এরি ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা গাই স্যান্টোনে।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে হাসপাতালে ভর্তি হওয়া আহত ওই নারীকে ডে কেয়ার সেন্টারের স্বত্বাধিকারী বলা হয়েছে।
কী কারণে এই অগ্নিকাণ্ড, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ওই ডে কেয়ার সেন্টারে যে শিশুরা ছিল, তাদের বাবা-মায়েরা রাতে বাইরে কাজ করতেন।
অগ্নিকাণ্ডের পর ১২ ও ১৭ বছর বয়সী দুই কিশোরী ওই ভবনের ছাদে উঠে সেখান থেকে লাফ দিয়ে রক্ষা পায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে আরটি।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাত সোয়া ১টার দিকে তারা ওই ডে কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডের খবর পান। ৫ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে নিচতলার সবগুলো জানালায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন।
অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এরির প্রধান অগ্নি-পরিদর্শক জন উইডোমস্কি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।