মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কেরালার বন্যা ও ধসে শুধুমাত্র মালাপ্পুরমে ১৮ জন, কোঝিকোড়েতে ১৫ জন ও ওয়ানাডে ১০ জন মারা গিয়েছে। তবে ধসের কারণে উদ্ধার থমকে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি কিছুটা কমলেও প্রবল ঝুঁকির মুখে রয়েছে ওয়ানাড, কান্নুর ও কাসারগোড়।
পাহাড়ি এলাকায় উদ্ধারকারীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে নিজের লোকসভা কেন্দ্র ওয়ানাডে পৌঁছছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
কেরালার বন্যা ও ধসে শুধুমাত্র মালাপ্পুরমে ১৮ জন, কোঝিকোড়েতে ১৫ জন ও ওয়ানাডে ১০ জন মারা গিয়েছে। তবে ধসের কারণে উদ্ধার থমকে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি কিছুটা কমলেও প্রবল ঝুঁকির মুখে রয়েছে ওয়ানাড, কান্নুর ও কাসারগোড়।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দুর্গত মানুষের কাছে আরজি জানিয়ে বলেছেন, কর্তৃপক্ষের সতর্কতা মেনে আধিকারিকদের নির্দেশমতো যেন সবাই নিরাপদ ত্রাণশিবিরে চলে যান। বিভিন্ন বাঁধের জলস্তরে আপাতত চিন্তার কিছু নেই বলে তিনি জানিয়েছেন। তবে মালাপ্পুরম ও ওয়ানাডের ধসই চিন্তা বাড়াচ্ছে। ধসের কবলে থাকা এলাকায় উদ্ধারকাজ চালান হচ্ছে, এখনও অনেকে কাদা ও ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন বলে জানা গিয়েছে।
সরকার ১৫৫১টি ত্রাণশিবির খুলেছে বলে জানিয়েছেন বিজয়ন। বন্যা ও ধসে প্রায় ২২ টি গুরুত্বপূর্ণ রাস্তার প্রবল ক্ষতি হয়েছে। সাবস্টেশনে আঘাত আসায় লোডশেডিং চলছে বিভিন্ন এলাকায়।
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে নিজের লোকসভা কেন্দ্র ওয়ানাডে পৌঁছছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার তিনি ওয়ানাড ও মালাপ্পুরমে যাবেন।
সূত্র : এই সময়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।