Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঘাইছড়িতে জেএসএস-এমএন লারমার ২ নেতা নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৯, ৮:৫৯ এএম

রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহযোগী সংগঠন যুব সমিতির দুই নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন- যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমা (৩৫) ও বাঘাইছড়ি উপজেলা শাখার নেতা এনো চাকমা (৩০)।

রোববার প্রায় মধ্যরাতে সদরের বাবুপাড়ায় কমিউনিটি সেন্টারের পাশের বাসায় তাদের উপর হামলা হয় বলে বাঘাইছড়ি থানার ওসি এম এ মনজুর জানিয়েছেন।

তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটেছে এবং দুইজন নিহত হয়েছেন বলে তারা জেনেছেন।

পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জ্ঞান চাকমা হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে জেএসএস এই অংশের কোনো দায়িত্বশীল নেতার সঙ্গে পক্ষ থেকে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

এলাকাবাসী জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থণ বাবুপাড়া জেএসএসের (এমএন লারমা) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে ২০০৯ সালে গঠিত সংগঠনটির বিরোধ চলছিল।



 

Show all comments
  • রিমন ১২ আগস্ট, ২০১৯, ৯:২৮ এএম says : 0
    পাহাড়ের সন্ত্রাসীগুলোকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক
    Total Reply(0) Reply
  • মেহেদী হাসান পলাশ ১২ আগস্ট, ২০১৯, ৯:৩৫ এএম says : 0
    যে কোনো জাতীয় উৎসবের আগে পাহাড়ে এ ধরণের নির্মম ঘটনা যেন নিয়মে পরিণত করেছে পাহাড়ী সন্ত্রাসীরা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ