Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইব্রেকারে রোমার কাছে রিয়ালের হার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৯, ৮:৩৮ এএম

রোমার বিপক্ষে দুইবার এগিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি রিয়াল মাদ্রিদের। সেরি আর দলটির কাছে টাইব্রেকারে হেরে গেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

রোববার রাতে দুই দলের প্রীতি ম্যাচ নির্ধারিত সময়ে ২-২ ড্র হয়। টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে রোমা।

১৬তম মিনিটে লুকা মদ্রিচের দারুণ এক পাস থেকে রিয়ালকে প্রথম গোল এনে দেন মার্সেলো। ৩৪তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান দিয়েগো পেরোত্তি। পাঁচ মিনিট পর আবারও রিয়ালকে এগিয়ে নেন কাসেমিরো। মার্সেলোর ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান ব্রাজিলের এই মিডফিল্ডার। পরের মিনিটে আবারও সমতা আনেন এদিন জেকো।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে ভিনিসিউস জুনিয়র, লুকা ইয়োভিচ ও গ্যারেথ বেল মাঠে আসার পর আক্রমণের ধার বাড়ে রিয়ালের। তবে রোমার গোলরক্ষক পাউ লোপেসের দৃঢ়তায় আর গোলের দেখা পায়নি অতিথিরা। টাইব্রেকারে পাঁচটি শটেই গোল করে রোমা। রিয়ালের হয়ে মার্সেলোর নেওয়া শেষ শটটি ফেরে ক্রস বারে লেগে।

আগামী শনিবার সেল্তা ভিগোর মাঠে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের লা লিগা অভিযান শুরু করবে রিয়াল।



 

Show all comments
  • মাহফুজ আহমেদ ১২ আগস্ট, ২০১৯, ৯:২৫ এএম says : 0
    অভিনন্দন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ