Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

মনফিলস সরে যাওয়ায় ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৯, ২:৪১ পিএম

অ্যাঙ্কেল ইনজুরির কারণে রজার্স কাপের সেমিফাইনাল থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন গায়েল মনফিলস। ফলে কোনো শট খেলা ছাড়াই আসরটির ফাইনাল নিশ্চিত করলেন রাফায়েল নাদাল।

বিশ্বের দ্বিতীয় বাছাই স্প্যানিশ নাদালের বিপক্ষে শেষ চারের ম্যাচে খেলার আশা করলেও, চোট এগোতে দেয়নি ফ্রেঞ্চম্যান মনফিলসকে। এর আগে কোয়ার্টার ফাইনালে রবের্তো বাতিস্তা আগাটের সঙ্গে জয়ের ম্যাচে চোট পান তিনি।

এদিকে ফাইনাল নিশ্চিত করা নাদাল শিরোপা নির্ধারণী ম্যাচে পেয়েছেন রাশিয়ার দানিল মেদভেদেভকে। ষষ্ঠ বাছাই মেদভেদেভ সেমিফাইনালের আরেক ম্যাচে কারেন কাচাহনোভাকে ৬-১ ও ৭-৬ (৮-৭) সেটে হারিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেনিস

১৮ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ