Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাল নোট তৈরির দায়ে ফাঁসির আদেশ

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা
নীলফামারীতে জাল নোট তৈরির দায়ে এম এ বাদশা ঢালী নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুল আলম আসামীর উপস্থিতিতে  ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এর (ক) (খ) ধারায় এ রায় প্রদান করেন। মৃত্যুদ-প্রাপ্ত বাদশা ঢালী জেলার সৈয়দপুর উপজেলার ইসলামবাগের মৃত ওয়াহেদুন্নবীর ছেলে।
মামলার বিবরণে দিয়ে আদালতের অতিরিক্ত সরকারি কৌশুলী আজিজুল ইসলাম প্রামানিক জানান, ২০১৪ সালের ২৭ জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশ সৈয়দপুর  শহরের ইসলাম বাগ এলাকার একটি ভাড়া বাড়ি থেকে জাল নোট তৈরীর সময় এম.এ বাদশা ঢালীকে আটক করেন। এসময় তার কাছ থেকে ছয়টি ৫শত টাকার জাল নোট এবং জাল নোট তৈরীর সরঞ্জামাদী উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরের দিন সৈয়দপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় মামলা দায়ের করেন সৈয়দপুর থানার উপ-পরিদর্শক রাশেদুজ্জামান।
মামলার দীর্ঘ শুনানি শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামীকে মৃত্যুদ- প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাল নোট তৈরির দায়ে ফাঁসির আদেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ