মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মীরের চলমান ইস্যু থেকে বিশ্বের নজর ঘোরাতে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে ভারত। তবে পাক প্রধানমন্ত্রীর এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।
পাক প্রধানমন্ত্রীর দাবি, পুলওয়ামা হামলার পরও এমন অবস্থা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির সুযোগ নিতে চেয়েছিল ভারত। তবে ইমরান খানের এই দাবি প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, ‘আতঙ্ক সৃষ্টি করছেন পাকিস্তানই। আন্তর্জাতিক মহল কোনো যুদ্ধপরিস্থিতি দেখছে না। এসবই হলো ছলচাতুরী করে নজর ঘোরানোর চেষ্টা।’
পাক প্রধানমন্ত্রী আরো অভিযোগ করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পরই ভারত তড়িঘড়ি কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে। ভারত এমন পরিস্থিতি (ফল্স ফ্ল্যাগ অপারেশন) তৈরি করতে পারে, যাতে অন্য পক্ষের ওপরে দায় পড়ে। তিনি আরো বলেন, ‘এমন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এভাবেই দেখেছি যুদ্ধ বাধতে। আমরা সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছি। কিন্তু ওরা (ভারত) ভোটে পুলওয়ামার ফায়দা নিতে চাইলো। এখন চেষ্টা চালাচ্ছে আমাদের এফএটিএফ-এর কালো তালিকায় অন্তুর্ভুক্ত করার।’
পাক প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ায় রবীশ কুমার বলেছেন, ‘বাস্তবতাকে উপলব্ধি করে পাকিস্তানের উচিত ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা।’
উল্লেখ্য, গত সোমবার ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা কেড়ে নেয় ভারত। বিরোধীদের আপত্তি সত্ত্বেও ক্ষমতাসীন বিজেপি রাজ্যসভায় বিলটি উত্থাপন করে। পরে মঙ্গলবার লোকসভায় তা পাস হয়। এর ফলে জম্মু-কাশ্মীরের নাগরিকরা যে বিশেষ মর্যাদা পেতেন তা বাতিল হয়েছে। সেইসঙ্গে রাজ্যটি ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে কেন্দ্র শাসিত দুটি অঞ্চলে পরিণত হয়েছে। এ নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে চলছে উত্তেজনা। ইতোমধ্যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস এবং দ্বিপাক্ষি বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে। প্রসঙ্গত, কাশ্মীর উপত্যকার পুরোটা দাবি করে ভারত ও পাকিস্তান। কিন্তু দুই দেশই এর আংশিক নিয়ন্ত্রণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।