বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ প্রতারনা ও চাদাবাজী মামলার আসামী নাসির খানকে এক দিনের রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করেছে। বৃহস্পতিবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে নাসিরকে। জানা গেছে, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কৃষি সমবায় উপ-কমিটির চেয়ারম্যান ড. মির্জা জলিলের পিএস পরিচয় দিয়ে প্রতারনা ও চাঁদাবাজী করতে থাকায় নাসির খানকে গত ১০ জুলাই গ্রেফতার করে পুলিশ। নাসিরকে পরদিন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে একটি প্রতারণা ও ৩টি চাঁদাবাজীর মামলা রয়েছে। থানা পুলিশ আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানী শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। নাসির উপজেলার বৈদ্যনাথ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন জানান, রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।