Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের রান্নার অনুষ্ঠানে পপি

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

সম্প্রতি একুশে টেলিভিশনের ঈদের বিশেষ সেলিব্রেটি কুকিং শো ‘বিফ ফিউশন’ অনুষ্ঠানে রান্নাবান্না করেছেন চিত্রনায়িকা পপি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শারমিন লাকী। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য একজন সেফের অভিজ্ঞতার আলোকে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে মজাদার রান্নার রেসিপী এবং পদ্ধতি। রান্নার ফাঁকে ফাঁকে রয়েছে অতিথিদের সাথে গল্প আর আড্ডা। রান্নার বিভিন্ন রেসিপির পাশাপাশি গল্প আর আড্ডার মাধ্যমে নিজেদের পারিবারিক জীবন, মিডিয়ায় কাজের বর্তমান ব্যস্ততা তুলে আসবে অনুষ্ঠানটিতে। এ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আরও অংশ নিয়েছেন মাহিয়া মাপি, বিজরী বরকত উল্লাহ, আঁখি আলমগীর, আঁচল আখি, আইরিন সুলতানা, জাহিদ হোসেন শোভন এবং ইমতু রাতিশ। আসাদুজ্জামান আসাদের প্রযোজনায় ঈদের দিন থেকে ঈদের সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা ৩০মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পপি

২৩ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ