মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মহারাষ্ট্রে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গেল কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে নদনদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন রাজ্যের কয়েক লাখ মানুষ।
এছাড়া, কেরালায় ভারী বৃষ্টিপাতের শঙ্কায় রাজ্যের তিন জেলায় ' রেড অ্যালার্ট' জারি করেছে কর্তৃপক্ষ।
এদিকে, চীনের মধ্যাঞ্চলে বন্যায় অন্তত ১৩ জন মারা গেছে।
গেল কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে নাজেহাল অবস্থা ভারতের মহারাষ্ট্রের বাসিন্দাদের। পানিবন্দি পাঁচ জেলার কয়েক লাখ মানুষ। কোলহাপুর ও সাংগলি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে লক্ষাধিক মানুষকে।
উদ্ধারকাজে নেমেছে নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। কয়েকটি জেলার গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্ধ রয়েছে স্কুল-কলেজসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
আরেক রাজ্য উড়িষ্যার অবস্থাও বেশ নাজুক। প্রবল স্রোতে বিভিন্ন জায়গার বাঁধ ভেঙে রাজ্যের নিমাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগ চরমে উঠেছে। ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় কেরালা রাজ্যের ইদুক্কি, মালাপাপুরাম ও কোজহিকোদে শহরে 'রেড এলার্ট' জারি করেছে আবহাওয়া অধিদফতর।
এদিকে, অতিবৃষ্টিতে বন্যায় চীনের হুবেই প্রদেশে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।