Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হামলার আশঙ্কায় ভারতের ৭ রাজ্যে কঠোর নিরাপত্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ২:৫২ পিএম

বিতর্কিত ৩৭০ ধারা বাতিলের পর ভারতে নতুন করে পুলওয়ামার স্টাইলে ভয়াবহ হামলার ছক কষছে জইশ-ই-মহম্মদ। কাশ্মীর ও ৭টি রাজ্যে বিরাট হামলার চেষ্টা চালাচ্ছে তারা। গোয়েন্দাদের কাছে এমন খবর আসার পরই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এই হামলায় সন্ত্রাসবাদীদের সহযোগিতা করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। খবর এই সময়ের।

ভারতীয় গণমাধ্যম বলছে, পুলিশ, সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মীদের উপর ফেব্রুয়ারি মাসের পুলওয়ামার স্টাইলে হামলা চালাতে পারে সন্ত্রাসবাদীরা। এই খবর পাওয়ার পরই দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। স্বাধীনতা দিবসের আগে আকাশপথে হামলার আশঙ্কায় ইতোমধ্যেই দেশের সব বিমানবন্দরে কড়া সতর্কতা জারি করেছে সরকার। ১০ থেকে ২০ আগস্ট ভিজিটরদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বৈঠক টিকিটসহ শুধুমাত্র যাত্রীদেরই বিমানবন্দরের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ