Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা কাশ্মীরের জন্য মরতেও প্রস্তুত : অমিত শাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ৬:২৬ পিএম

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার মাধ্যমে কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বিলোপ এবং রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিখণ্ডিত করার ব্যাপারে রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে দাবি করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ‘আইন তৈরিতে সংসদের পুরোপুরি ক্ষমতা রয়েছে।’

আজ মঙ্গলবার পার্লামেন্টে দাঁড়িয়ে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করে এই দাবি করেন অমিত শাহ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তিনি বলেন, ‘আমরা কাশ্মীরের জন্য মরতেও প্রস্তুত।’

তবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সংসদ সদস্য অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, নিয়ম ভেঙে রাজ্য ভাগ করেছে কেন্দ্র।

অমিত শাহকে উদ্দেশ করে অধীর চৌধুরী আরো বলেন, ‘আপনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কথা ভেবেছেন বলে আমার মনে হয় না। আপনি সব নিয়ম ভেঙে একটি রাজ্যকে রাতারাতি ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছেন। আপনি বলছেন, এটা অভ্যন্তরীণ বিষয়। ভারত ও পাকিস্তানের মধ্যে এর আগে দ্বিপক্ষীয় চুক্তিগুলো থাকার পরও এটাকে অভ্যন্তরীণ বিষয় বলবেন? সিমলা চুক্তি, লাহোর চুক্তি সত্ত্বেও কীভাবে এটি অভ্যন্তরীণ বিষয় থাকে? এই পরিস্থিতি তৈরির কারণ কী?’

এর জবাবে অমিত শাহ বলেন, ‘জম্মু ও কাশ্মীরে কোনো আইন তৈরিতে সংসদকে কেউ বাধা দিতে পারে না। রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে ৩৭০ ধারা বাতিল করার। অর্থাৎ এ ব্যাপারে নিয়ম ভাঙা হয়নি। এ ছাড়া আমরা কাশ্মীরের জন্য মরতেও প্রস্তুত।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ