Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরুখের ঝুঁলিতে যোগ হচ্ছে আরও একটি অর্জন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ৯:৫০ পিএম

চলচ্চিত্র উৎসব উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মেলবোর্নে এক হন অসংখ্য গুণীজন। চলচ্চিত্রের উপর বিশেষ অবদান এবং শিল্পটিকে ভারতে জনপ্রিয় করে তোলায় এই উৎসবে দেওয়া হয় পুরস্কারও। এবারের পুরস্কারটি উঠতে যাচ্ছে বলিউডের এসআরকে শাহরুখ খানের হাতে। এ নিয়ে বাদশার মুকুটে আরও একটি পালকের জন্ম হতে চলেছে। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশও করেছেন কিং খান। শুধু তাই নয়, দিনও গুনতে শুরু করেছেন পুরস্কারটি হাতে পাবার জন্য।

এই প্রাপ্তির জন্য তিনি নিজেকে বিশেষ ভাবেই সম্মানিতবোধ করছেন। শাহরুখের জানিয়েছেন, মেলবোর্নে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে চলচ্চিত্র জগতের গুণীজনেরা আসবেন। তাদের সঙ্গে এক মঞ্চ ভাগ করতে পারাটাও তার জন্য একটি সৌভাগ্যের ব্যপার। শাহরুখ মনে করেন, গুণীজনদের সঙ্গে এক মঞ্চ ভাগ করতে পারাটাও তার জন্য একটি অভিজ্ঞতার অর্জন।
জানা যায়, আগামী ৮ আগস্ট মেলবোর্নের দশম জাতীয় চলচ্চিত্র উৎসব উপলক্ষে শাহরুখের হাতে তুলে দেওয়া হবে এক্সিলেন্স ইন সিনেমা পুরস্কার। কিং খানের হাতে পুরস্কারটি তুলে দেবেন লিন্ড ডিসৌ। কয়েকদিন আগেই প্রথমবারের মতো ভিক্টোরিয়ার ২৯তম গর্ভনর হিসেবে শপথ নিয়েছেন লিন্ড ডিসৌ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহরুখ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ