Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরাইলে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

সরাইলে সোহাগ (২৫) নামের এক বখাটের নিয়মিত উত্ত্যক্তে অতিষ্ট হয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীর পাঠদান বন্ধ করে দেয় অভিভাবকরা। তারপরও শেষ রক্ষা হয়নি ওই ছাত্রীর।

গত শুক্রবার সন্ধ্যার পর পুকুর ঘাট থেকে জোর পূর্বক ওই ছাত্রীকে টেনে নিয়ে যায় বখাটে সোহাগ। একটি ঘরে নিয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। ছাত্রীর ধস্তাধস্তি ও চিৎকারে আশপাশের লোকজন এসে ছাত্রীকে উদ্ধার করে। গত শনিবার এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন ছাত্রীর বাবা। ঘটনার পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে যায়নি পুলিশ। গতকাল বিকেল পর্যন্ত নথিভূক্ত হয়নি মামলাটি।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ধর্মতীর্থ মূলবর্গ গ্রামের জামাল ভূঁইয়ার ছেলে সোহাগ। প্রথমে সোহাগ বিয়ের প্রস্তাব দেয়। ছাত্রীর পরিবার রাজি হয়নি। ক্ষিপ্ত হয় সোহাগ। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে সোহাগ ওই ছাত্রীকে অশ্লীল কথাবার্তা বলতে থাকে। জোর পূর্বক বিবাহ করার হুমকি দিয়ে শ্লীলতাহানির চেষ্টাও করতো। তার বাবাসহ সকল অভিভাবককে একাধিকবার বিষয়গুলো জানিয়েছেন ছাত্রীর বাবা। কোন প্রতিকার পায়নি তারা। বাধ্য হয়ে গত ২বছর আগে ছাত্রীর পড়ালেখা বন্ধ করে দিয়েছেন পরিবার। এরপরও থামেনি সোহাগের উত্ত্যক্তের মাত্রা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ