Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বিজ্ঞাপনে সাড়া পাচ্ছেন মীর সাব্বির

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

নতুন বিজ্ঞাপনে মডেল হলেন অভিনেতা মীর সাব্বির। তিনি ভিম লিকুইডের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। বাংলাদেশে এবারই প্রথম ভিম লিকুইড’র বিজ্ঞাপনে কোন পুরুষ মডেল হয়েছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সাকিব ফাহাদ। এরইমধ্যে বিজ্ঞাপনটি নির্মাণ শেষে দেশের প্রায় সবগুলো চ্যানেলেই গেলো ১ আগস্ট থেকে নিয়মিত প্রচার হচ্ছে। বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে কাজ করে দারুণ সাড়া পাচ্ছেন মীর সাব্বির। সাব্বির বলেন, ‘সত্যি বলতে কী বিজ্ঞাপনতো দিনব্যাপীই কোন না কোন চ্যানেলে বিভিন্ন সময়ে প্রচার হয়। যে কারণে দর্শকের চোখ এড়িয়ে যাবার সুযোগ খুব কম থাকে। ফলে দর্শকের কাছ থেকে সাড়াও পাই। তবে এটা সত্যি আমি বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে ভীষণ চুজি। বিজ্ঞাপনের গল্পটা পুরোটাই আমাকে ঘিরে। ভিম লিকুইড পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা। সাকিব ফাহাদের নির্দেশনায় এই কাজটি করে ভীষণ ভালো লেগেছে। একটি গুছানো ইউনিটে সুন্দর পরিবেশে অনেক ভালোলাগার মধ্যদিয়ে কাজটি করেছি। এই ধরনের কাজ করতে সবসময় নিজের মনের ভেতর আগ্রহ থাকে।’ মীর সাব্বির জানান ২০১৬ সালে তিনি আশফাক উজ্জামান বিপুলের নির্দেশনায় সর্বশেষ গ্রামীন ফোনের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। সেই বিজ্ঞাপনে ফাইজুল চরিত্রে মডেল হয়েও দারুণ সাড়া ফেলেছিলেন তিনি। এদিকে এবারের ঈদে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে মীর সাব্বির-এ প্রচার হবে তার নির্দেশিত ঈদ বিশেষ নাটক ‘বাপ বেটা কাপল টিকেট’। এতে মীর সাব্বির অভিনয় করেছেন বাবার চরিত্রে এবং জামাল অভিনয় করেছেন বেটার চরিত্রে। এছাড়া আগামী সেপ্টেম্বর থেকে চ্যানেল আইতে প্রচার শুরুর হবে মীর সাব্বিরের নতুন নির্দেশিত ধারাবাহিক নাটক ‘চোঁরা কাটা’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজ্ঞাপন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ