Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়েন্দাগিরির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে ঈদে

বিনোদন রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ৩:১০ পিএম

ঈদুল আযহা উপলক্ষ্যে বেসরকারী টেলিভিশন চ্যানেল আইয়ে ‘গোয়েন্দাগিরি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। চ্যানেল আই সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল ১০.১৫ মিনিটে দেখানো হবে চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছেন শম্পা হাসনাইন, কল্যাণ কোরাইয়া, মিম চৌধুরি, সীমান্ত আহমেদ, কচি খন্দকার, তারেক মাহমুদ, টুটুল চৌধুরি, শিখা খান,তানিয়া বৃষ্টি, ইশরাত চৈতি, প্রিন্স প্রমুখ। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাসিম সাহনিক। মামুনুর ইসলাম প্রযোজিত চলচ্চিত্রটির পরিবেশনায় আছে আম্মাজান ফিল্মস।

সিনেমাটি নিয়ে নির্মাতা নাসিম সাহনিক বলেন, ‘বেশ প্রস্তুতি নিয়েই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। বিশেষ এই দিনে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ায় বেশ ভালো লাগছে। বিশেষ দিন হওয়ার কারণে বেশির ভাগ দর্শকই টেলিভিশন সেটের সামনে থাকেন। চলচ্চিত্রটি দেখানোর এর চেয়ে ভালো সময় হয়তো আর পেতাম না। সুযোগটি পেয়ে বেশ ভালো লাগছে। শখের গোয়েন্দাদের কাহিনী নিয়ে নির্মাণ করেছি সিনেমাটি। বেশ সময় নিয়ে চলচ্চিত্রটির চিত্রনাট্যের কাজ করেছি। লোকেশনেও ছিল ভিন্নতা। অভিনয় শিল্পীরাও বেশ ভালোই সাপোর্ট দিয়েছেন। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
প্রযোজক মামুনুর ইসলাম বলেন, ‘আম্মাজান ফিল্ম সিনেমা দর্শকদের জন্য রুচিশীল ও আকর্ষণীয় চলচ্চিত্র উপহার দিতে চায়। সেই প্রয়াস থেকেই নির্মাণ করা হয়েছে ‘গোয়েন্দাগিরি’। চলচ্চিত্রটি শিশুকিশোরদের জন্য একটি অসাধারণ নির্মাণ। এটি এমন একটি চলচ্চিত্র যেটি বড়দেরকেও শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে।’

উল্লেখ্য, গত ২৬ জুলাই ২০১৯ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ