মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গোটা ভারত না হলেও ২৪টি বড় শহরে পানির তীব্র সঙ্কট রয়েছে। আর এসব শহরের পানি ফুরিয়ে যাওয়ার আগাম সতর্ককতা দেওয়া হয়েছে।
কিছুদিন আগে পানি বাঁচাওয়ের ডাক দিয়ে পদযাত্রাও করেছে তৃণমূল। তারপর কেউ কেউ সচেতন হলেও বেশিরভাগ মানুষই পড়ে রয়েছেন আগের মানসিকতায়! কিন্তু, ঠিক সেই সময়ে একটি বানরের পানি রক্ষার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সাবেক জাতীয় নির্বাচন কমিশনার ড. এসওয়াই কুরেশি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন টিকটকের ওই ভিডিওটি। এটি মাত্র ১১ সেকেন্ডর ভিডিও। তারপর থেকেই নেটদুনিয়ায় নায়কের সম্মান পাচ্ছে ভিডিওতে থাকা বানর।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটা পুরনো বাড়ির দরজার পাশে একটি পানির কল রয়েছে। তার পাশে থাকা কলের পাইপ বেয়ে উঠে সেটি খুলে পানি খাচ্ছে লালমুখো একটা বানর। পেটভরে পানি খাওয়ার পর বানরটি চারিদিকে তাকিয়ে কলটা বন্ধও করে দেয়। ভিডিওটি শেয়ার করে ড. কুরেশি লিখেছেন, মানুষের জন্য কী সুন্দর বার্তা! ভিডিওটি টুইটারে পোস্ট হতেই পাঁচ হাজারের বেশি শেয়ার হয়েছে। পছন্দ করেছেন ১৪ হাজারেরও বেশি মানুষ।
নেটিজেনরা কেউ কেউ বলছেন, এই ধরনের ভিডিও প্রমাণ করে আজকের দিনের পশুরা মানুষের থেকেও বেশি সচেতন। একজন টুইট করেছেন, বানররা মানুষের থেকেও বেশি সচেতন ও দায়িত্ববান। অন্য একজন জানিয়েছেন, এখনও বিষয়টি বিশ্বাস হচ্ছে না আমার। একটি বানর কী করে পানি সংরক্ষণের প্রয়োজনীয়তা বুঝল? কী করেই বা সে কল খুলে তা বন্ধ করল?
কারও কথায়, পানির অপচয় বন্ধ করতে কল বন্ধ করেছিল বানরটি। কিন্তু, দুঃখের বিষয় আজও অনেক মানুষ এই বিষয়টি বুঝে উঠতে পারলেন না। এখনও অনেক জায়গায় কল থেকে পানি খেয়ে তা বন্ধ করতে ভুলে যান অনেকে। তবে এই ঘটনা তাদের মাথায় শুভবুদ্ধির উদয় ঘটাবে বলেই আশা করা যায়। সূত্র : সংবাদ প্রতিদিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।