Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরাসি সুপার কাপে পিএসজির রেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ৮:২৩ পিএম

পিছিয়ে পড়েও কিলিয়ান এমবাপে ও অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে রেনকে হারিয়ে ফরাসি সুপার কাপের শিরোপা জিতেছে পিএসজি। গত এপ্রিলে ফরাসি কাপে রেনের কাছেই টাইব্রেকারে হেরেছিল ফরাসি চ্যাম্পিয়নরা।

শনিবার চীনের শেনচেনে রেনকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলে পিএসজি। প্রতিযোগিতায় এটি তাদের টানা সপ্তম ও সব মিলে রেকর্ড নবম শিরোপা। এতদিন সমান আটবার করে জয়ের রেকর্ড ছিল পিএসজি ও লিওঁর। লিগ ওয়ান চ্যাম্পিয়ন ও ফরাসি কাপ জয়ীর মধ্যে মৌসুমের শুরুতে অনুষ্ঠিত হয় ফরাসি সুপার কাপের একমাত্র ম্যাচটি।

ম্যাচের নিয়ন্ত্রণ পিএসজির হাতে থাকলেও শুরুতেই গোল খেয়ে বসে তারা। ত্রয়োদশ মিনিটে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁর গোলে এগিয়ে যায় রেন। ৫৭তম মিনিটে এমবাপের গোলে সমতায় ফেরে পিএসজি। আর ৭৩তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়ার দারুণ ফ্রি কিকে জয় নিশ্চিত করে টমাস টুখেলের দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ