বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ চালের কার্ড সংগ্রহ করতে এসে অতিরিক্ত ভিড়ের চাপে ও হুড়োহুড়িতে পদদলিত হয়ে ১ জন নিহত ও সাংবাদিকসহ ৮ জন আহত হয়েছে।
জানা যায়, ফুলপুর পৌরসভায় ঈদ-উল-আযহা উপলক্ষে অসহায়, দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চালের ৪৬২১টি কার্ড বিতরণের জন্য আগে থেকে মাইকিং করা হয়। সে অনুযায়ী শনিবার সকাল থেকে গরিব, দুঃস্থ অতিদরিদ্র পরিবারের লোকজন ফুলপুর মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে কার্ড নেয়ার জন্য উপস্থিত হতে থাকে। সেখানে নির্ধারিত সময়ে কার্ড বিতরণ শুরু হয়। এর মাঝে কলেজ প্রাঙ্গণ ও সামনের রাস্তা লোকে লোকারণ্য হয়ে যায়। অতিরিক্ত ভিড় জমে যায়। বেলা ১২ টার দিকে রাস্তার লোকজন জোরপূর্বক কলেজের গেট খুলে ভিতরে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের বাধাঁ দেয় ও ধাওয়া করে। এসময় দৌড়াদৌড়ি ও হুড়োহুড়িতে ভিড়ের চাপে পড়ে পদদলিত হয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকসহ ৯ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ফুলপুর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এর মাঝে গুরুত্বর আহত হাফিজ উদ্দিন(৬২), ফিরুজা খাতুন (৬৫) ও খোকন (৩২) কে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে আমুয়াকান্দার হাফিজ উদ্দিন (৬২) মারা যায়।
অন্য আহতরা হলেন, সাংবাদিক নুরুল আমিন (৫০), কামরুজ্জামান(৪২), জরিনা (৫৮), জুলেখা (৪৮), হালিমা।
পরে সেখানে কার্ড বিতরণ বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতি শান্ত হলে বিকালে পৌরসভা কার্যালয়ে বাকি কার্ড বিতরণ করা হয়।
ফুলপুর পৌরসভার মেয়র মোঃ আমিনুল হক বলেন সুষ্ঠভাবে কার্ড বিতরণ চলছিল। হঠাৎ করে কিছু লোক কলেজের গেট ভেংগে ঢুকতে চাইলে হুড়োহুড়িতে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার সকল দায়িত্ব পৌরসভা নিয়েছে বলেও তিনি জানান।
ফুলপুর থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদি হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।