বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাদ্যে ভেজাল বিরোধী অভিযানে হোটেলসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তরিকুল ইসলামের নেতৃত্বে তারাবো পৌরসভার রূপসী বাসষ্ট্যান্ড এলাকায় মুদি মনোহরী ও মিষ্টির দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য ও নিম্নমানের মিষ্টি তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষিণ আইনে নিউ মিষ্টি মুখকে ১০ হাজার, আদি মিষ্টান্ন ভাÐারকে ৩ হাজার, ইউসুফ স্টোরকে ৪ হাজার, মোস্তফা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন স্যানিটারি ফুডস সেফটি ইন্সপেক্টর মনিরুল ইসলাম ও রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, যারা খাদ্যে ভেজাল করবে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।