Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে কুপিয়ে হত্যা

ঘটনাস্থল রাজধানীর দিলু রোড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

দিনদুপুরে কয়েকশ’ মানুষের সামনে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হামলায় গুরুতর আহত হয়েছেন কনের মাও। অভিযুক্ত ঘাতক ২৩ বছর বয়সী সজীব আহমেদ রকিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিলু রোডে সাবেক বিজিএমইএ ভবনের পেছনে প্রিয়াংকা স্যুটিং হাউজ কমিউনিটি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক আবদুর রব জানান, নিহতের নাম তুলা মিয়া, বয়স ৪৫। আর অভিযুক্ত ঘাতকের নাম সজীব আহমেদ রকি। হামলার সময় স্বামীকে বাঁচাতে গিয়ে সজীবের ছুরিকাঘাতে গুরুতর জখম ফিরোজা খাতুনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুলা মিয়ার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

সজীব পুলিশকে জানায়, বিয়ের কনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার বিয়ে সইতে না পেরে সে এই হামলা করেছে।
জানা যায়, তুলা মিয়ার মেয়ে ১৮ বছর বয়সী স্বপ্না আক্তার ফাতেমার বিয়ের দিন ধার্য ছিল গতকাল। প্রিয়াংকা স্যুটিং হাউজ কমিউনিটি সেন্টারে বিয়ের সব আয়োজন চলছিল। দুপুরে প্রায় ৫ থেকে ৬শ’ অতিথি উপস্থিত হন। এ সময় হঠাৎ এই হত্যাকান্ড ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বর ও কনের দুই পরিবারের ঘনিষ্ঠজনদের কয়েকজনকে নিয়ে বিয়েটি অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় সজীব হঠাৎ সেন্টারে ঢুকে হট্টগোল সৃষ্টি করে। একপর্যায়ে সে কনের বাবাকে ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে গেলে কনের মাকেও ছুরিকাঘাত করা হয়। তাদের দু’জনকে প্রথমে উদ্ধার করে পার্শ্ববর্তী ইনসাফ বারাকাহ হাসপাতালে নেয়া হয়। সেখানে তুলা মিয়ার মৃত্যু হয়। পরে ফিরোজাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।

এ ঘটনায় উপস্থিত অতিথি এবং স্থানীয় জনতা ঘাতক সজীবকে গণপিটুনি দেয়। তাকেও ঢামেকে ভর্তি রাখা হয়েছে। পরে স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে এসে স্বপ্নার সঙ্গে বরের বিয়ের ব্যবস্থা করেন।

ঘটনার বিবরণ দিয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, ‘বখাটে সজীব’ নিজেকে তুলা মিয়ার মেয়ের প্রেমিক দাবি করে। মাদকের মামলায় সাজা খেটে কিছুদিন আগে ছাড়া পাওয়ার পর তুলা মিয়ার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার কথা জানতে পারে। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল দুপুরে সে ছুরি নিয়ে বিয়ের অনুষ্ঠানে ঢুকে তাকে এবং তার স্ত্রীকে এলোপাতাড়ি কোপায়। আশপাশের লোকজন সজীবকে ধরে ফেলে।

তবে সজীবের সঙ্গে কনে স্বপ্না আক্তারের আদৌ কোনো প্রেমের সম্পর্ক ছিল কি না সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক রমজান আলী জানান, রকির বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। সে পরিবারের সঙ্গে মগবাজার বাটার গলিতে থাকে।



 

Show all comments
  • ফিরোজ ২ আগস্ট, ২০১৯, ১২:২৫ এএম says : 0
    দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক
    Total Reply(0) Reply
  • ফিরোজ ২ আগস্ট, ২০১৯, ১২:২৯ এএম says : 0
    দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক
    Total Reply(0) Reply
  • Halim Khan ২ আগস্ট, ২০১৯, ১:৩৬ এএম says : 0
    ওকে দেখতে মনে হয় । মাতাল দেশের সামাজিক অবস্থা এত খারাপ হওয়ার কারণ কি । কেউ বলতে পারেন । বিচার হীনতা এই জন্য দাযী । কারণ রাজনীতি এই জন্য দাযী । রাজনীতি মানুষ কে অমানবিক করেছে
    Total Reply(0) Reply
  • Ashraf Hossain ২ আগস্ট, ২০১৯, ১:৩৬ এএম says : 0
    আমাদের সমাজ ব্যবস্থার যে ভয়ংকর অধপতন ঘটছে তার একটা উদাহরন এই ঘটনা
    Total Reply(0) Reply
  • Md Shawkat Mirza ২ আগস্ট, ২০১৯, ১:৩৭ এএম says : 0
    এটার নাম বাংলাদেশ সব কিছু সম্ভব এদেশে
    Total Reply(0) Reply
  • Abdul Hakim ২ আগস্ট, ২০১৯, ১:৩৮ এএম says : 0
    পুলিশ ইচ্ছে করলে স্বপ্না এবং তার মাকে এ হত্যার মূল ষড়যন্ত্রকারী হিসেবে প্রমান করতে পারে। তবে যদি ঐ এলাকায় কোন সুনাম দেবনাথ অথবা হত্যাকারীর খালু কোন আওয়ামিলীগ নেতা থেকে থাকেন।
    Total Reply(0) Reply
  • Nazera Zahir Chowdhury ২ আগস্ট, ২০১৯, ১:৩৮ এএম says : 0
    Shame
    Total Reply(0) Reply
  • Mohiuddin Bhuiyan ২ আগস্ট, ২০১৯, ১:৩৮ এএম says : 0
    এসব ঘটনা জন্য সমাজ ব্যাবস্থা এবং রাষ্ট্র দায়ী যত দিন মাদক দমন করতে পারবেনা ততদিনে এ গুলা চলতেই থাকবে।
    Total Reply(0) Reply
  • Mohammad Hossain Rajeev ২ আগস্ট, ২০১৯, ১:৩৯ এএম says : 0
    প্রেম করার টাইম মেয়েদের প্রথম পছন্দ থাকে বখাটে, নেশাকারী ছেলেরা এখন তার মাশুল দিক।
    Total Reply(0) Reply
  • Md Siddique ২ আগস্ট, ২০১৯, ১:৩৯ এএম says : 0
    তাহলে তার বিচার তাকেও প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হোক
    Total Reply(0) Reply
  • মোঃ আশরাফ-উলআলম ২ আগস্ট, ২০১৯, ৩:৩৮ পিএম says : 0
    দেখে তো মনে হচ্ছে নেশা খোর।মাদক বিরোধী অভিজানের সময় বেটা কোথায় ছিল?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ