মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। বুধবার রাতে ফোনে কথা হয় দুই নেতার। ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নানা বিষয়ে কথা বলেন দুই নেতা। এ সময় সউদী বাদশাহর ভাই বন্দর বিন আবদুল আজিজ আল সউদের মৃত্যুতে শোক প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ইস্তাম্বুলের সউদী কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাÐের ঘটনায় দুই দেশের সম্পর্কে অস্থিরতা তৈরি হয়। এ বছরের জানুয়ারিতে তুরস্ক জানায়, তারা খাশোগি হত্যাকাÐের আন্তর্জাতিক তদন্ত চালাতে প্রস্তুত রয়েছে। খাশোগি হত্যাকাÐ নিয়ে অস্বস্তি ছাড়াও সউদী জোটের কাতারবিরোধী অবরোধ বলতে গেলে প্রায় একাই ভÐুল করে দেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এ অবরোধকে অমানবিক ও ইসলামবিরোধী হিসেবে আখ্যায়িত করেন তিনি। এ ঘটনায় আঙ্কারার ওপর ক্ষুব্ধ হয় রিয়াদ। ২০১৮ সালের এপ্রিলে মিসরের কয়েকটি সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে সউদী যুবরাজের এক বৈঠকে এ ক্ষোভের বিষয়টি প্রকটভাবে দৃশ্যমান হয়। ওই বৈঠকে তুরস্ক, ইরান ও মধ্যপ্রাচ্যের ইসলামপন্থী গোষ্ঠীগুলোকে ‘শয়তানের ত্রিভুজ’ হিসেবে আখ্যায়িত করেন এমবিএস নামে পরিচিত সউদী যুবরাজ। আনাদোলু এজেন্সি, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।