নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মৌসুম শেষে ফিফা বর্সসেরা ফুটবলার হওয়ার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করল। দশজন ফুটবলারের নাম প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এই তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, ইডেন হ্যাজার্ড ও মোহাম্মদ সালাহের মতো তারকার নাম থাকলেও ব্রাজিলিয়ান তারকা নেইমার নেই। তবে নেইমারের ব্রজিলিয়ান সতীর্থ অলিসন বেকারের এই তালিকায় না থাকাটা বিস্ময়ের জন্ম দিয়েছে। ফুটবলের সর্বোচ্চ সংস্থা গত বুধবার ২০১৯ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ এর জন্য নিজেদের ওয়েবসাইটে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে।
বছরের বেশিরভাগ সময় ইনজুরিতে কাটানো নেইমার প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন না প্রায় নিশ্চিতই ছিল। উয়েফা চ্যাম্পিয়ন্স কাপ ও সবশেষ কোপা আমেরিকায়ও তিনি ছিলেন দর্শক হয়ে। কিন্তু লিভারপুলের জার্সি গায়ে দারুণ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ও ব্রাজিল জাতীয় দলের হয়েও কোপা আমেরিকার শিরোপা জেতা গোলরক্ষক আলিসনের সংক্ষিপ্ত তালিকায় না থাকাটা বিস্ময়ের।
লিভারপুল তারকা সাদিও মানে সম্প্রতি আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে নিয়ে গিয়েছিলেন সেনেগালকে। সেই পুরস্কার বুঝে পেয়েছেন তিনি। বিশ্বকাপজয়ী ফ্রান্সের আক্রমণভাগের অন্যতম ভরসা কিলিয়ান এমবাপ্পেও আছেন সংক্ষিপ্ত তালিকায়। লিভারপুলের ভিরগিল ভ্যান ডিজিক তার মৌসুমের সেরা খেলা খেলে জায়গা করে নিয়েছেন এই তালিকায়।
জাতীয় দলের কোচ, অধিনায়ক, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।
ফিফার বর্ষসেরার দৌড়ে মনোনীত খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা:
খেলোয়াড় দল
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) জুভেন্টাস
ফ্রিঙ্কি ডি জং (নেদারর্যান্ড) আয়াক্স/বার্সেলোনা
ম্যাটহিস ডি লিগট (নেদারল্যান্ড) আয়াক্স/জুভেন্টাস
ইডেন হ্যাজার্ড (বেলজিয়াম) চেলসি/রিয়াল মাদ্রিদ
হ্যারি কেন (ইংল্যান্ড) টটেনহ্যাম হটসপুর
সাদিও মানে (সেনেগাল) লিভারপুল
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) পিএসজি
লিওনেল মেসি (আর্জেন্টিনা) বার্সেলোনা
মোহাম্মেদ সালাহ (মিশর) লিভারপুল
ভিরজিল ভ্যান ডিজিক (নেদারল্যান্ড) লিভারপুল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।