Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাপের মুখে অবশেষে কুলদ্বীপ সেঙ্গারকে বহিষ্কার বিজেপি’র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ৩:৪২ পিএম

ভারতজুড়ে প্রবল চাপের মুখে অবশেষে উন্নাও ধর্ষণে অভিযুক্ত বিধায়ক কুলদ্বীপ সিং সেঙ্গারকে দল থেকে বহিষ্কার করল বিজেপি। ধর্ষণের অভিযোগের পর নির্যাতিতাকে খুনের চেষ্টার অভিযোগে চার বারের বিধায়কের বিরুদ্ধে ‘এফআইআর’ দায়ের হলেও কেন বিজেপি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। দেশজোড়া সমালোচনার মুখে পড়ে মঙ্গলবারই সেঙ্গারকে দল থেকে বরখাস্ত করেছিল নরেন্দ্র মোদির দল। এ বার হল বহিষ্কার।

মঙ্গলবার উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি স্বনতন্ত্র দেব সিং জানান, সেঙ্গারের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নিচ্ছে দল। আইন আইনের পথে চলবে। দলের তার সম্পর্কে কিছুই বলার নেই। স্বনতন্ত্র আরও বলেন, ধর্ষণ ও খুনের চেষ্টা দুটি অভিযোগেরই তদন্ত করছে সিবিআই। অপরাধী শাস্তি পাবে। উত্তরপ্রদেশ সরকারের যাবতীয় সাহায্য পাবে ধর্ষিতার পরিবার।

উন্নাও নিয়ে সংসদেও বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। বিজেপির বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় তোপ দাগেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। টুইটারে তিনি লেখেন, ‘কেন রাজনৈতিক ক্ষমতার সুরক্ষাকবচ পাবেন বিজেপি বিধায়ক তথা উন্নাও ধর্ষণের মূল অভিযুক্ত কুলদ্বীপ সিং সেঙ্গারের মতো লোকেরা?’

উন্নাওয়ের ধর্ষিতার গাড়িকে ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনায় নানা মহলে চাপের মুখে সোমবার বিজেপি বিধায়ক ও আরও ৯ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে নতুর করে ‘এফআইআর’ দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এ দিকে, উত্তরপ্রদেশের যোগী সরকারকে ধাক্কা দিয়ে উন্নাও সম্পর্কিত সব মামলা উত্তরপ্রদেশ থেকে দিল্লি সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ