Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দু ছাড়া কারও হাত থেকে খাবার না নেওয়ার ‘আবদার’, ক্রেতাকে যোগ্য জবাব জোম্যাটোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১০:২৩ এএম

হিন্দু যুবক ছাড়া কারও হাত থেকে খাওয়ার না নেওয়ার আবদার ক্রেতার৷ যদিও ক্রেতার আবদার মানতে নারাজ জোম্যাটো কর্তৃপক্ষ৷ জেদাজেদির বশে খাবারের অর্ডারই বাতিল করে দিলেন ক্রেতা৷ তবে তাতে কিছুই যায় আসে না অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার৷ খাবারের কোনও জাত হয় না বলেই সাফ জানিয়ে দিল কর্তৃপক্ষ৷ জোম্যাটোর জবাবে উচ্ছ্বসিত নেটিজেনরা৷

অমিত শুক্লা নামে এক ব্যক্তি জোম্যাটোয় খাবার অর্ডার দেন৷ অর্ডার পাওয়ামাত্রই অনলাইন খাবার সরবরাহকারী সংস্থায় কর্মরত এক যুবক খাবার পৌঁছে দেবেন বলে স্থির হয়৷ নিয়মানুযায়ী, সেই মেসেজ পৌঁছে যায় অমিতের বৈধ মোবাইল নম্বরে৷ কিন্তু মেসেজ পাওয়ামাত্রই নিজের মত পরিবর্তন করেন অমিত৷ জানিয়ে দেন এই যুবকের মাধ্যমে পাঠানো খাবার নেবেন না তিনি৷ কিন্তু কেন খাবার নিতে অস্বীকার করলেন অমিত? মেসেজটি পুরো পড়ার পর জোম্যাটো কর্তৃপক্ষ বুঝতে পারে, ওই ডেলিভারি বয় আদতে হিন্দু নন৷ আর সেটাই অমিতের আপত্তির কারণ৷ তাই তিনি খাবার নিতে চান না৷ কোনও হিন্দু যুবক যদি তাঁর বাড়িতে এসে পৌঁছে দেন তবে তিনি খাবার নিতে পারেন বলেও জানান৷ টাকা ফেরত না পাওয়া গেলেও, খাবার নেবেন না বলেই নিজের অবস্থান স্পষ্ট করেন অমিত৷

ক্রেতার দাবি যদিও মানতে নারাজ জোম্যাটো কর্তৃপক্ষ৷ পালটা মেসেজ পাঠিয়ে অমিতকে জানানো হয়, ‘‘খাবারের কোনও ধর্ম হয় না৷ খাবার নিজেই একটি ধর্ম৷’’ যদিও এরপর অমিতের কাছ থেকে প্রত্যুত্তর পাওয়া যায়নি৷

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই আমাদের দেশের ঐতিহ্য৷ তা সত্ত্বেও ইদানীং সামনে আসছে বৈষম্যের ঘৃণ্য ছবি৷ যা দেখে রীতিমতো হতাশ শুভবুদ্ধিসম্পন্ন মানুষ৷ কিন্তু এই পরিস্থিতিতে জোম্যাটো কর্তৃপক্ষের উত্তরে খুশি নেটিজেনরা৷ অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার প্রশংসা করছেন সকলেই৷ যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জোম্যাটোর উত্তরকে যোগ্য জবাব বলে জানিয়েছেন অনেকেই৷

খাবার সরবরাহের ক্ষেত্রে যারা ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টা করে, সেই ক্রেতাদের এক্কেবারে নিষিদ্ধ ঘোষণার পরামর্শ নেটিজেনদের একাংশের৷

নেটিজেনদের টুইটের পালটা উত্তর দিয়েছেন জোম্যাটোর অধিকর্তা দিপেন্দর গোয়েল৷ টুইটে তিনি জানান, ‘‘মানুষের মূল্যবোধই আসল৷ তাই ব্যবসা নিয়ে না ভেবে, এই ধরনের ক্রেতাকে বাদ দেওয়াই ভাল৷’’

সূত্র : সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ