Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন মাস ধরে ভারত জুড়ে বিশেষ ট্রেনিং দেবে বিশ্ব হিন্দু পরিষদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১০:০১ এএম

অযোধ্যার মন্দির-মসজিদ বিতর্কের ইতি টানতে এবার উঠেপড়ে লাগছে বিশ্ব হিন্দু পরিষদ। সন্ন্যাসের শক্তি দিয়ে এবার রাম মন্দির তৈরি করতে চাইছে বলে ওই সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে। আর তার জন্য দেশের সমস্ত সাধু-সন্তদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। সবাইকে একজোট করে হরিদ্বারে একটি বৈঠক করার সিদ্ধান্তও নিয়েছে এই সংগঠন।

ভিএইচপি-র নেতারা এই সাধুদের সঙ্গে রাম মন্দিরেরর ব্যাপারে কি উদ্যোগ নেওয়া যায়, সেব্যাপারে কথা বলবে। এই বৈঠককে ‘মার্গদর্শক মণ্ডল’ শিরোনাম দেওয়া হয়েছে। এর অর্থ, পথ প্রদর্শনের জন্য একত্রিত হওয়া।

এছাড়াও, আগামী তিন মাস ধরে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একটি বিশেষ ট্রেনিং-এর ব্যবস্থা করা হয়ে। যার নামকরণ করা হয়েছে ‘অভ্যাস বর্গ’। সেই ট্রেনিং-এর আওতায় গোটা দেশ জুড়ে সদস্যদের হিন্দুত্বের আদর্শ শেখানো হবে। সেক্ষেত্রেও রাম মন্দির নির্মাণের উপর জোর দেওয়া হবে। গোরক্ষা নিয়েও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ হরিদ্বারের সভায় যেসব বিষয়ে আলোচনা হবে সেগুলি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতেই হবে এই ট্রেনিং ক্যাম্প। দেশে মোট ১২৫টি ক্যাম্প তৈরি করা হয়ে। সেখানে মোট ২৫০০০-এরও বেশি সদস্যের উপস্থিতি চোখে পড়বে বলে আশা করছেন ভিএইচপি-র ইন্টারন্যাশনাল জয়েন্ট জেনারেল সেক্রেটারি সুরেন্দ্র জৈন।

বিশ্ব হিন্দু পরিষদ ছাড়াও, বজরং দল ও দুর্গা বাহিনীরও যোগ দেবে এই ট্রেনিং প্রোগ্রামে।

সূত্র : kolkata24x7

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ