Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন জেলায় নিহত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

দেশের বিভিন্ন স্থানে গতকাল ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ধামরাইয়ের স‚তিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় ৩, কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তিন গরু ব্যবসায়ী ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় সাকুরা পরিবহনের বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী।

ধামরাই (ঢাকা) : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের স‚তিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেয়ার পথে ভ্যানচালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ৮টার দিকে।
জানা গেছে, উপজেলার নান্নার ইউনিয়রে ধাইরা গ্রামের আব্দুল ফকির(৬৫) ও আব্দুস সামাদ(৬০) সকালে শ্রীরামপুর বাজার থেকে বাজার করে জব্বারের ভ্যানে করে বাড়ি ফেরার পথে যাত্রীবাহি একটি বাস ওই ভ্যান গাড়িকে সজুড়ে ধাক্কা দিলে ভ্যানগাড়িটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। অন্যদিকে ভ্যানচালক জব্বারকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় পথে মারা যান।
চৌদ্দগ্রাম : কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবাহী ট্রাক দুর্ঘটনায় তিন গরু ব্যবসায়ী নিহত ও অপর চারজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ৫ গরুরও মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় গতকাল বুধবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত গরু ব্যবসায়ীরা হলেন; ঝিনাইদহ জেলার মহিশপুর উপজেলার সিরানন্দী গ্রামের মনসুর মিয়ার ছেলে আনেয়ার হোসেন(৪২), লাঠিমা গ্রামের আমান উদ্দিনের ছেলে সামিউল(৪৪) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে খোকন মিয়া(৪২)।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই আবুল হোসেন ও ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, ঝিনাইদহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে কোরবানির পশু বোঝাই ট্রাকটি মহাসড়কের চৌদ্দগ্রামের চিওড়ার ঘোষতল এলাকা অতিক্রমকালে বুধবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অপর চার ব্যবসায়ীকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বরিশাল : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় সাকুরা পরিবহনের বাসচাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি এলাকার আব্দুস সালামের ছেলে সুরুজ হাওলাদার (৩২) ও তার বন্ধু একই গ্রামের মো. আলমের ছেলে মুরাদ (২৯)।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল থেকে যাত্রী নিয়ে সাকুরা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে রামপট্টি এলাকা অতিক্রমকালে মোটরসাইকেলটি সড়কের মাঝখান দিয়ে ঘুরে উল্টো দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় দ্রæতগতির সাকুরা পরিবহন মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় যাত্রীবাহী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। আর মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে বাসের নিচে চলে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুরুজ হাওলাদারের মৃত্যু হয়। মোটরসাইকেল থাকা মো. মুরাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নগরীর বিমানবন্দর থানা পুলিশের পরিদর্শক আব্দুর রহমান মুকুল জানান, মোটরসাইকেলটিকে চাপা দেয়া সাকুরা পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার ঘটনার পর পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। নিহত দুই মোটরসাইকেল আরোহীর লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ