নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নতুন মৌসুম শুরুর আগে আত্মবিশ্বাসে আরও একবার ধাক্কা লাগলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। এবার টটেনহ্যাম হটস্পারের কাছে ১-০ গোলে হেরে প্রাক-মৌসুম ব্যর্থতার আরেকটি অধ্যায় রচনা করেছে জিনেদিন জিদানের দলটি।
মঙ্গলবার মিউনিখে আলিয়াঁজ অ্যারেনায় আউডি কাপে ম্যাচের ২২ মিনিটে মার্সেলোর একটি ভুল পাসে হ্যারি কেন বল পেয়ে সুযোগটি কাজে লাগালে এগিয়ে যায় টটেনহ্যাম। স্পারসদের কাছে হারের পর ব্যর্থতা মেনে নেন রিয়াল মিডফিল্ডার টনি ক্রুস, ‘আমাদের এই জয়টা প্রাপ্য ছিল। এটা সত্যি যে আমরা মোটেই ছন্দে নেই।’
দিনের দ্বিতীয় ম্যাচে ফেনারবাচকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে বায়ার্ন মিউনিখ। আজ রাতের সেই ফাইনালে মাউরিসিও পচেত্তিনোর দলের মুখোমুখি হবে জার্মান জায়ান্টরা।
গত সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৭-৩ গোলে বিধ্বস্ত হবার পর রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসকে ধন্যবাদ জানাতেই পারে। ইনজুরি আক্রান্ত থিবাট কোর্তোয়ার স্থানে নাভাস কাল মূল একাদশে খেলতে নেমেছিলেন। আগ্রাসী ও দূরন্ত টটেনহ্যামের বিপক্ষে নাভাসের কল্যাণেই মূলত পরাজয়ের ব্যবধনাটা বাড়েনি। প্রথমার্ধে বেশ কয়েকটি দারুণ সেভ করে মাদ্রিদকে বাঁচিয়েছেন কোস্টা রিকার এই গোলরক্ষক। বিরতির পর ডেলে আলির দুটি সুযোগ ও ১৭ বছর বয়সী ট্রয় প্যারোটের শট পোস্টে না লাগলে বড় ব্যবধানেই জয়ী হতে পারতো ইংলিশ জায়ান্টরা।
নতুন মৌসুমকে সামনে রেখে জিদানের দলের প্রস্তুতিটা মোটেই ভাল হলো না। প্রাক-মৌসুম চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই পরাজিত হবার সাথে সাথে ১৩টি গোলও হজম করেছে লস ব্ল্যাঙ্কোসরা। ক্রুস বলেন, ‘আমাদের শুরুটাই খারাপ হয়েছিল। আমাদের ভুলের পুরো সুযোগগুলো কাজে লাগিয়েছে প্রতিপক্ষ টটেনহ্যাম।’
চলতি সপ্তাহে গ্যারেথ বেলের দলত্যাগের বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় তিনি মিউনিখ সফরে দলের বাইরে ছিলেন। বায়ার্ন থেকে হামেস রদ্রিগেজ ফিরে আসার পর এখন পর্যন্ত মূল একাদশে সুযোগ পাননি। এদিকে গ্রীষ্মকালীণ ট্রান্সফার মার্কেটে বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডকে দলভূক্ত করলেও তার কাছ থেকেও কাঙ্খিত পারফরমেন্স আসছে না।
কোচ জিদানের মতে, একটি জয়ই সবকিছু পাল্টে দেবে, ‘আমি জানি যে আমি অসাধারণ একটা দল পেয়েছি। আমরা এখনও প্রস্তুত নই। আমরা আত্মবিশ্বাস অর্জনের পথে রয়েছি। আমাদের সবার এখন যে জিনিসটা দরকার তা হলো একটা জয়।’
মিউনিখ সফর শেষে জিদানের দল অস্ট্রিয়া সফরে যাবে। সেখানে আগামী ৬ আগস্ট সালজবার্গের বিপক্ষে ম্যাচ খেলবে। এরপর এএস রোমার বিপক্ষে ম্যাচ খেলতে ইতালিতে যাবে। লা লিগা মৌসুম শুরু হবার আগে আগামী ১৭ আগস্ট শেষ প্রীতি ম্যাচে সেল্টা ভিগোর মুখোমুখি হবে রিয়াল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।