Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের প্রবীণ সাংবাদিক পরিমল মজুমদারের চিকিৎসা সহযোগীতা কামনা

কুড়িগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ৬:১০ পিএম

জীবনের অনেকটা সময় কেটেছে সংবাদ সংগ্রহ করতে। ছুটেছেন জেলা উপজেলাসহ দুর্গম চরাঞ্চলে। নিরস্তর ছুটে চলা এই নির্ভীক সাংবাদিক পরিমল মজুমদার আজ জটিল রোগে আক্রান্ত চিকিৎসকরা জানিয়েছেন, তার একটি ভাল্ব’র মুখ চিকন হয়ে গেছে। ডাক্তারি পরিভাষায় এই রোগকে ‘সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস’বলে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন এই অসুস্থ্যতা থেকে নিরাময় পেতে তার ভাল্ব পূনঃস্থাপন করা প্রয়োজন। সেজন্য তিনি শৈল্য চিকিৎসা নিতে ভারতের ব্যঙ্গালোরো যেতে চান। ভারতের ব্যাঙ্গালুরোতে নারায়ণা হাসপাতালের চিকিৎসরা জানিয়েছেন,এ চিকিৎসার জন্য ভারতীয় মুদ্রায় তার প্রায় ৫লাখ রুপি প্রয়োজন।

দীর্ঘদিন সাংবাদিকতা করলেও সঞ্চয়হীন এই সাংবাদিকের চিকিৎসা নেয়ার মতো আর্থিক সামর্থ নেই। তিনি এজন্য ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক আর্থিক সহযোগীতা কামনা করেছেন। সাংবাদিক পরিমল মজুমদার সাংবাদিকতা জীবনে দৈনিক গণকণ্ঠ পত্রিকার মাধ্যমে সাংবাকিতার শুরু করেন। পরে ভোরের কাগজ, সমকাল, কালেরকন্ঠ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে উত্তরাঞ্চল প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়াও যায়যায়দিন, দৈনিক করতোয়া, ইনডিপেনডেন্ট টিভি ও মাছরাঙা টেলিভিশনে কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন। উলিপুর বাঁচাও বুড়িতিস্তা বাঁচাও আন্দোলনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করেন। যদি কোন সুহৃদ তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করতে চান, তাহলে উলিপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা-পরিমল মজুমদার, মোবাঃ ০১৭১০৩২৪৪৪৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসা

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ