Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিমদের গরু কুরবানি নিষেধ করলেন ভারতের মন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ১২:৩৫ পিএম

আসন্ন ঈদুল আজহায় মুসলিমদের গরু কুরবানি দিতে নিষেধ করলেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলি। টিআরএস তথা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সদস্যপদ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আসন্ন কুরবানির ঈদে (ঈদুল আজহা) মুসলিমদের উচিত গরু কুরবানি থেকে বিরত থাকা। কারণ এ দেশের একটা বড় সম্প্রদায় গরুকে দেবতা রূপে পুজো করে। সুতরাং সংখ্যালঘু মুসলমানদের উচিত বড় সম্প্রদায়ের লোকদের ভাবাবেগকেও সম্মান জানানো।

মাহমুদ আলি আরও বলেন, গরু কুরবানি করা নিয়ে যদি কোনও অশান্তি তৈরি হয়, তাহলে আইন নিজের হাতে কাজ করবে। সেক্ষেত্রে মুসলিমদেরও ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

গত বছরের ঈদুল আজহার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কুরবানির ঈদেও তেলেঙ্গানার একটা অংশে অশান্তি ও অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হয়েছিল। আর তখন নাগরিক নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নিতে হয়েছিল পুলিশকে।

রাজ্যে সম্প্রীতি উদাহরণ তুলে ধরতে ঐতিহাসিক চার মিনারের কথা উল্লেখ করে মাহমুদ আলি বলেন, চার মিনার হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিস্টানদের ঐক্য ও সম্প্রীতির প্রতীক। ঐতিহাসিক ‘চার মিনার’ এর চারটি পিলার এই চার ধর্মের প্রতীক হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে।



 

Show all comments
  • Rashedul Alam ৩১ জুলাই, ২০১৯, ১২:৪৬ পিএম says : 0
    মন্ত্রী মাহমুদ আলি আপনি কি দালালি শুরু করেছেন।মুসলিম জাতীকে ছোট করলেন, আল্লাহ বিচার করবে।
    Total Reply(0) Reply
  • Shah Ahsan Kabir ৩১ জুলাই, ২০১৯, ২:১০ পিএম says : 0
    জনাব মাহমুদ আলী, আপনি কি আল্লাহর সন্তুষ্টির মোকাবেলায় মানুষের ভাবাবেগকে সম্মান দেখাতে বলছেন
    Total Reply(0) Reply
  • হারুন ৩১ জুলাই, ২০১৯, ৮:৫১ পিএম says : 0
    মনএী সাহেব মনে হয় ফাডা জবাই করবে
    Total Reply(0) Reply
  • কায়সার ২ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম says : 0
    পাগল নাকি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ