Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে এক রাতে ৬ বাড়িতে হামলা, আ’লীগকর্মী নিহত

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ১১:৪২ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক রাতে ছয়টি বসতবাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় হামলায় আওয়ামী লীগের এক কর্মী নিহত এবং পাঁচ নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার ছোট কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আওয়ামী লীগকর্মী আ. সালাম সরদার (৪০) ছোট কুমারখালী গ্রামের মৃত এরফান উদ্দিন সরদারের ছেলে। আহত ১২ জনের মধ্যে আটজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, মোরেলগঞ্জ উপজেলার ছোট কুমারখালী গ্রামে ছয় বসতবাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা।

এসময় বিষয়টি টের পেয়ে বাধা দিলে দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় হামলায় গুরুতর আহত হন আওয়ামী লীগ কর্মী আ. সালাম সরদারসহ ১৩ জন।

আহতদের মধ্যে ৯ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক আ. সালাম সরদারকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ