Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইঘুর মুসলিমদের রক্ষায় চীনে প্রতিনিধি পাঠাবে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ৮:৩১ পিএম

চীনে নির্যাতিত উইঘুর মুসলিমদের রক্ষায় বেইজিংয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু। তিনি বলেন, চীনের জিনজিয়াং অঞ্চলে পর্যবেক্ষক দল পাঠাবে তুরস্ক। খবর ইয়েনি শাফাক।

মঙ্গলবার উইঘুর পরিস্থিতি নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে তিনি এ মন্তব্য করেন।

চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে পূর্ব তুর্কিস্তান হিসেবে তুর্কি উইঘুর জনগণসহ অনেক জাতিগত সংখ্যালঘুদের আবাস।

জিনজিয়াংয়ের জনসংখ্যার ৪৫ ভাগ তুর্কি উইঘুর জাতিগোষ্ঠী।উইঘুরদের ধর্মীয়,বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কাজে দমনমূলক নীতি চালানোর অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উইঘুরদের আটকে নির্যাতনের অভিযোগে বেইজিংকে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে চীন প্রথম থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

চীনের জিনজিয়াং অঞ্চলে ১ কোটি উইঘুর মুসলমান বসবাস করে আসছে। জিনজিয়াংয়ে তুর্কি মুসলিমদের ৪৫ ভাগ জনগোষ্ঠী রয়েছে। উইঘুরদের সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিকভাবে বেইজিং তাদের প্রতি বৈষম্যপূর্ণ আচরণ করে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ