Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দিতে অগিকান্ডে ঘরবাড়ী পুড়ে ছাই, মরেছে গরু-ছাগল

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ৭:৩০ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের মৌকুড়ী গামে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে রান্না ঘড়ের চুলা থেকে অগিকান্ডের সূত্র পাত হয়ে একটি গোহাল ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়েছে। ঘরে থাকা একটি গরু,একটি ছাগলের মৃত্যু এবং একটি গরু আগুনে ঝলসে ব্যাপক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবার জানান, মঙ্গলবার বিকাল ৪ টার দিকে উপজেলার মৌকুড়ী গ্রামের হামিদ মল্লিকের ছেলে তুহিন মল্লিকের বাড়ীর রান্না ঘরের চুলা থেকে অগিকান্ডের সূত্র পাত হয়ে একটি গোহাল ও একটি রান্না ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা একটি গরু ও একটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। অপর দিকে একই বাড়ীর সালাম মল্লিকের ছেলে রায়হান মল্লিকের একটি গোহাল ঘর ও একটি গরু আগুনে ঝলসে গেছে। এই অগ্নিকান্ডে প্রয় লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ