প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা আলমগীর। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলমগীর এখন রাজধানীর স্কোয়ার হাসপাতালে ভর্তি আছেন। গত শনিবার থেকেই অভিনেতা হাসপাতালটিতে ভর্তি আছেন বলে জানা যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও দুই তিনদিন তাকে হাসপাতালটিতে থাকতে হবে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন এই অভিনেতা।
আলমগীর বলেন, ‘আগের চেয়ে অনেকটাই ভালো আছি। তবে আরও দুই তিনদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। সবাই আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরতে পারি।’
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান অভিনেতা আলমগীরের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।