Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার মিনুও মারা গেলেন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ২:৪৮ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার ভ্যানচালক মিনু মিয়া চিকিৎসাধীন মারা গেছেন। সোমবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে মেডিকেলের পুরুষ ওয়ার্ডের ২০১ নম্বরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মিনু মিয়া টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী গ্রামের কুরবান আলীর ছেলে।

মিনু মিয়ার বড় ভাই আবদুল আজিজ জানান, বন্যার পানি বাড়িতে প্রবেশ করায় উপার্জনহীন হয়ে পড়েন মিনু।

পরে কালিহাতী উপজেলার সয়া বাজারহাটে মাছ ধরার জাল কিনতে যান মিনু। সেই সময় ছেলেধরার গুজবে তাকে গণপিটুনি দেয় একদল লোক। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মিনুর অবস্থার অবনতি হওয়ায় ওই দিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোমবার সকালে সেখানে মিনু চিকিৎসাধীন মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুজবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ