প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রণবীর সিং আর দীপিকা পাডুকোন এখন বলিউডের সবচেয়ে আলোচিত তারকা প্রেমিক-প্রেমিকা। রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফ যে কিছুদিন আগে পর্যন্ত এই তালিকার শীর্ষে ছিলেন তা বলার অপেক্ষা রাখে না; এখন আর সম্ভবত তারা এক নেই।
দীপিকা আর রণবীরকে (সিং) নিয়েও গুজবের কোনও কমতি নেই। সম্প্রতি গুজব রটেছে দুই তারকার লাগাতার ব্যস্ততা তাদের দূরে সরিয়ে রাখছে এবং এখন তাদের ছাড়াছাড়ি শুধু সময়ের ব্যাপার।
রণবীর তাদের সম্পর্ক নিয়ে মাঝেমাঝে মন্তব্য করলেও দীপিকা এই বিষয়ে বরাবর নিরুৎসুক নীরবতা দেখিয়ে এসেছেন। তাকে সাম্প্রতিক ছাড়াছাড়ির রটনা নিয়ে জিজ্ঞাসা করা হলে এবারও তিনি প্রথমে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
তাকে কিছুটা কৌশলে জিজ্ঞাসা করা হলে তিনি শেষে বলেন, “সে (রণবীর সিং) বরাবরই আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে এবং থাকে। আর তা কখনও বদলাবে না।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।