Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে যাত্রাবাড়ীতে তরুণ খুন

ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ১২:০২ এএম

রাজধানীর যাত্রাবাড়ী শেখদি এলাকায় সিনিয়র-জুনিয়রদ্বন্দ্বের জের ধরে ছুরিকাঘাতে রিফাত হোসেন (১৭) নামের এক তরুণকে হত্যা করা হয়েছে।

গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে শেখদি এলাকায় সততা ফার্নিচার নামে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত রিফাত শনিরআখড়া স্বপন মৃধা রোডের একটি বাড়িতে থাকতেন। তার বাবা আয়নাল হক মাঝি। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার হুগলাকান্দি গ্রামে।
অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় শনিবার রাতে বাসায় ঢুকে মোঃ মহিবুল্লাহ (৬২) নামে এক বৃদ্ধাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত রিফাতের বন্ধু আব্দুর রহমান সাংবাদিকদের জানান, শেখদি এলাকার মহসিন ও রাকিব নিজেদের রিফাতদের চেয়ে সিনিয়র বলে দাবি করে আসছেন। এ নিয়ে এর আগেও রিফাতের সঙ্গে বাকবিতন্ডা হয়েছে তাদের। গতকাল দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিফাতকে ছুরিকাঘাত করে মহসিন পালিয়ে যান। পরে তাকে মূমুর্ষূ অবস্থায় রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর সোয়া ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে রিফাতের ছোট ভাই মো. ইমন জানান, তাদের বাসা শনিড়আখড়া স্বপন মৃধা রোডে। চার ভাই এক বোনের মধ্যে রিফাত ছিলেন তৃতীয়। তিনি কিছু করতেন না। সিনিয়র-জুনিয়র দ্ব›দ্বকে কেন্দ্র করে কে বা কারা তার ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, রিফাতের বুকের ডান দিকে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে এক তরুণকে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। 
রাজধানীতে বৃদ্ধ খুন
রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় শনিবার রাতে বাসায় ঢুকে মোঃ মহিবুল্লাহ (৬২) নামে এক বৃদ্ধাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

যাত্রাবাড়ি থানার ওসি মো: মাজহারুল ইসলাম জানান, যাত্রাবাড়ির কোনাপাড়ার মোমিনবাগ এলাকায় নিজ বাড়ির নিচতলায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন মহিবুল্লাহ। শনিবার গভীর রাতে বাইরে থেকে কেউ বাসায় ঢুকে ভারি কিছু দিয়ে তার মাথায় আঘাত করে হত্যার পর পালিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। হত্যার কারন ও জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।দু’টি হত্যাকাÐের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ