Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক ম্যাচ নিষিদ্ধ জামাল ভূঁইয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৯, ৯:১৮ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কারণ দর্শানোর নোটিশের জবাব দেয়ার পরও এক ম্যাচ নিষিদ্ধ হলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কারণ দর্শানোর নোটিশের জবাবের আগে রেফারিং নিয়ে গণমাধ্যমে সমালোচনা করায় বাফুফের কাছে ক্ষমাও চেয়েছিলেন জামাল। কিন্তু তারপরও শাস্তি থেকে রেহাই পেলেন না তিনি। সবকিছু বিবেচনায় এনে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি জাতীয় দল ও সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে বিপিএলের দ্বিতীয় লেগে আগামী সোমবার ময়মনসিংহে বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলতে পারবেন না জামাল। রোববার বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে জামাল ভূঁইয়াকে ‘কড়া’ সতর্কও করা হয়েছে।

গত ২০ জুলাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা আবাহনী লিমিটেড ও সাইফ স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে খেলোয়াড়রা মেজাজ গরম করে খেলায় রেফারি তিন জনকে লালকার্ড দেখান। ম্যাচে আবাহনী ৪-১ গোলে জয় পায়। তবে রেফারির সঙ্গে তর্ক করে এবং চড়াও হয়ে লালকার্ড পাওয়া সাইফের অধিনায়ক জামাল ম্যাচ শেষে গণমাধ্যমে রেফারিংয়ের সমালোচনা করেন। ফলে কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগে জামালকে গত মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ দেয় বাফুফে।

লাল কার্ড পাওয়ার কারণে ২৩ জুলাই নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে খেলতে পারেননি জামাল ভূঁইয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ